সাভারে ছিনতাইকারী চক্রের এক সদস্য গ্রেপ্তার
ঢাকার সাভারে অভিযান চালিয়ে ছিনতাই চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন।
আরও পড়ুন: রূপগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, গোলাগুলি ও লুটপাট গুলিবিদ্ধ ১, আহত ৫
এর আগে শুক্রবার রাতে সাভার মডেল থানাধীন সাভার পাকিজা মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামির নাম মোঃ সানি শেখ (২০), তিনি ঢাকার কামরাঙ্গীরচর থানাধীন এলাকার মৃত স্বপন শেখের ছেলে।
আরও পড়ুন: কাশিয়ানীতে মৃত্যু ফাঁদে রূপ নিয়েছে উপজেলার সংকীর্ণ প্রবেশপথ
ডিবি পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামী জানায় যে, সে ঢাকা সাভার, আশুলিয়া, ধামরাই থানা এলাকায় ছিনতাই, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত।
ডিবি পুলিশ আরও জানায়, গ্রেপ্তার আসামীর পিসিপিআর পর্যালোচনা দেখা যায় তার বিরুদ্ধে ডিএমপির নিউ মার্কেট থানায় একটি মামলা রয়েছে।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, উক্ত আসামির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।





