প্লট দুর্নীতি মামলায় টিউলিপ সিদ্দিকের অভিযোগের জবাব দিল দুদক

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:১৪ পূর্বাহ্ন, ০৩ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১০:১৪ পূর্বাহ্ন, ০৩ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পূর্বাচলে প্লট বরাদ্দ দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের সাম্প্রতিক অভিযোগ ও উদ্বেগের জবাব দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২ ডিসেম্বর) সংস্থার জনসংযোগ দপ্তরের মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দুদক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন জানান—টিউলিপের বক্তব্য পর্যালোচনার পর মামলার সব নথিপত্র পুনরায় যাচাই করে দেখা গেছে, অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত ও বিচার হয়েছে।

চেয়ারম্যান বলেন, টিউলিপ সিদ্দিক, তার মা শেখ রেহানা ও খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে প্লট বরাদ্দে অনিয়মের স্পষ্ট প্রমাণ আদালতে উপস্থাপিত হয়েছে। তিনি জানান, এক মামলায় টিউলিপ নিজেও ঢাকার মূল্যবান এলাকায় অতিরিক্ত একটি প্লট পেয়েছিলেন—যা তিনি খালার ক্ষমতা ব্যবহার করে নিয়েছেন বলে সাক্ষ্যতে উঠে এসেছে।

আরও পড়ুন: তফসিল ও ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান ইসির

দুদকের চেয়ারম্যান দাবি করেন, টিউলিপের “জবাব দেওয়ার সুযোগ পাননি”—এ অভিযোগ সঠিক নয়। বরং তাকে নিয়ম অনুযায়ী আদালতে হাজির হওয়ার সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু তিনি উপস্থিত হননি বা আইনজীবীকেও দায়িত্ব দেননি।

তিনি আরও বলেন, সাক্ষীদের জবানবন্দি, নথি ও সম্পত্তির তথ্য–সব মিলিয়ে স্পষ্ট হয়েছে যে টিউলিপ সিদ্দিক প্লট বরাদ্দে প্রভাব খাটানোসহ দুর্নীতির প্রক্রিয়ায় সক্রিয়ভাবে জড়িত ছিলেন।

আরও পড়ুন: চিকিৎসকেরা নিশ্চিত করলেই এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে খালেদা জিয়াকে: মির্জা ফখরুল

এর আগে আদালত টিউলিপ সিদ্দিককে দুই বছর, তার মা শেখ রেহানাকে সাত বছর এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। শেখ হাসিনা, রেহানা, টিউলিপসহ পরিবারের কয়েক সদস্য বর্তমানে পলাতক বলে জানায় দুদক।

যুক্তরাজ্যে স্কাই নিউজকে দেওয়া প্রতিক্রিয়ায় টিউলিপ এ রায়কে “প্রহসনমূলক” উল্লেখ করে দাবি করেন, তাকে কখনোই আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি।

তবে দুদক বলছে—বিচার আইনানুগভাবে হয়েছে এবং অভিযোগের পক্ষে যথেষ্ট প্রমাণ রয়েছে।

পূর্বাচল প্লট দুর্নীতি সংশ্লিষ্ট আরও দুটি মামলা এখনো বিচারাধীন রয়েছে।