গাজীপুরে সড়ক দুর্ঘটনায় হতাহতদের মধ্যে চেক বিতরণ
গাজীপুরে সংঘটিত সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত ব্যক্তিবর্গের পরিবারের জন্য বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক মঞ্জুরীকৃত চেক বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে গাজীপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিআরটিএর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।
আরও পড়ুন: ক্যান্সারে আক্রান্ত শিশুর পাশে নেই বাবা, একা সংগ্রাম করছেন মা
গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সালমা খাতুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিআরটিএ গাজীপুর সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি:) এসএম মাহফুজুর রহমান, নিউজ-২৪-এর গাজীপুর প্রতিনিধি মো. জাহাঙ্গীর আলম, গাজীপুর মালিক ও শ্রমিক সমিতির প্রতিনিধি মো. মোশাররফ হোসেন।
অনুষ্ঠানে ১৯ জন নিহতের পরিবারের প্রত্যেককে ৫ লাখ টাকা করে এবং আহত একজনকে ৩ লাখ টাকাসহ মোট ২০ জনকে ৯৮ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।
আরও পড়ুন: রাজশাহীতে ৩০ ফুট গভীর পাইপে আটকা ২ বছরের শিশু, চলছে উদ্ধারের চেষ্টা





