সরাইলে মতবিনিময় সভায় উন্নয়ন ভিশন তুলে ধরলেন জেএসডি প্রার্থী তৈমুর রেজা

Sanchoy Biswas
চন্দন কুমার দেব, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ন, ১১ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৩:৪৭ অপরাহ্ন, ১৩ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট তৈমুর রেজা মো. শাহজাদ।

১১ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকেলে জমকালো পরিবেশে সরাইল প্রেসক্লাবে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সরাইল উপজেলা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন মিডিয়ার প্রায় অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা

সভায় তিনি লিখিত বক্তব্য উপস্থাপনের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন। এ সময় তিনি বলেন, “সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর উপজেলার আংশিক এলাকা নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া-২ আসনটি অত্যন্ত ঐতিহ্যবাহী একটি এলাকা। উন্নয়ন হবে সকল মানুষের; সুশাসন ও উন্নয়ন গণমানুষের অধিকার।”

তিনি আরও বলেন, “আমি নির্বাচিত হতে পারলে এলাকার সার্বিক ও সুষম উন্নয়নে গুরুত্ব দেব। বিশেষ করে সরকারি মেডিকেল কলেজ ও সরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা, শিল্পকারখানা স্থাপন এবং আইন–শৃঙ্খলা উন্নয়নে কাজ করব।”

আরও পড়ুন: যারা স্বাধীনতাবিরোধী তাদের কাছে নারীরা নিরাপদ নয়: খায়রুল কবির খোকন

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ কালী, উপজেলা জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি দিলীপ কুমার ওয়াস্থি, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ প্রমুখ বিশিষ্ট নেতৃবৃন্দ।