নরসিংদী-১ আসনে এনসিপি'র প্রার্থী আব্দুল্লাহ আল-ফয়সালের প্রচারণা

Sanchoy Biswas
আশিকুর রহমান, নরসিংদী
প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ন, ১২ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১১:৩৮ অপরাহ্ন, ৩১ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে নরসিংদী-১ (সদর) আসনে মনোনীত প্রার্থী, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল্লাহ আল-ফয়সাল, তার নিজ গ্রামে উঠান বৈঠক, শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ও দোয়া মাহফিলের মধ্যে দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে সাবেক শিক্ষক মতিন মাস্টারের সভাপতিত্বে সদর উপজেলার মহিষাশুড়া ইউনিয়নের বালুসাইর উচ্চ বিদ্যালয় মাঠে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় এনসিপির প্রার্থী আব্দুল্লাহ আল-ফয়সাল স্থায়ী নারী-পুরুষ ও যুবকদের সাথে এক মতবিনিময় করেন। উপস্থিত গ্রামবাসী একবাক্যে এনসিপির প্রতীক "শাপলা কলি" পক্ষে সমর্থন জ্ঞাপন করেন।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ১৩

এনসিপির প্রার্থী আব্দুল্লাহ আল-ফয়সাল বলেন, “নতুন বাংলাদেশ বিনির্মানে আপনাদের সকলের সহযোগিতা ও সমর্থন চাই। আপনারা পাশে না থাকলে আমার একার পক্ষে সম্ভব নয়। অনেক দেখেছেন, বিগত সময় যাদেরকে বিশ্বাস করে নির্বাচিত করেছেন তারা আপনার-আমার টাকা চুরি করে বিদেশে পাচার করেছেন। ইমুক ভাই আর তুমুক ভাই না দেখে নতুনদের সুযোগ করে দিন। আমি কথা দিচ্ছি আপনাদের সাথে আমি কখনও বিশ্বাসঘাতকতা করবো না। মিথ্যা আশ্বাস ও প্রতিশ্রুতি দিতে চাই না। কাজ করে বিশ্বাস অর্জন করতে চাই। আমার জন্মস্থান তথা নরসিংদী এত সম্ভাবনাময় অঞ্চল হওয়া সত্ত্বেও আজ অবহেলিত। ইকোনমিক জোন, শিল্প, শিক্ষা ও চিকিৎসা থেকে নরসিংদীর মানুষ আজ বঞ্চিত। পাশাপাশি সন্ত্রাস ও মাদকের অভয়ারণ্যে এই নরসিংদী। কথা দিচ্ছি, কথা রাখছি, "শাপলা কলি" নির্বাচিত হলে সকল সমস্যা সমাধান করে একটি সুন্দর ও বাসযোগ্য নগর গড়ে তুলবো (ইনশাআল্লাহ)। তাই আগামী ১২ ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা শাপলা কলিকে ভোট দিয়ে নির্বাচিত করুন।”

পরে তিনি নিজস্ব অর্থায়নে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। কম্বল বিতরণ শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: নরসিংদীতে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার, আটক ৩

এ সময় জেলা আহবায়ক কমিটির অন্যতম সদস্য মনিরা শারমিন, রেজাউল করিম নাঈম, মাধবদী থানার প্রধান সমন্বয়কারী ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, জেলা ছাত্রশক্তির যুগ্ম আহ্বায়ক মো. ইদ্রিস আলী, মাহমুূল হাসান রাকিব সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।