হাদীর মৃত্যুতে উত্তাল নরসিংদী, ঢাকা-সিলেট মহাসড়ক বন্ধ

Sanchoy Biswas
আশিকুর রহমান, নরসিংদী
প্রকাশিত: ৫:২০ অপরাহ্ন, ১৯ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৭:৫৪ অপরাহ্ন, ১৯ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র, জুলাই আন্দোলনের অন্যতম নেতা ওসমান হাদির মৃত্যুতে সারাদেশের ন্যায় নরসিংদীতেও বিক্ষোভ, প্রতিবাদ মিছিল ও ঢাকা-সিলেট মহাসড়ক ব্লকেড (বন্ধ) করে রেখেছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজের পর শহরের জেলখানা মোড়ে বিভিন্ন প্রান্ত থেকে আসা বিক্ষোভকারীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে তাহমিদ চত্বরে জড়ো হয়ে ঢাকা-সিলেট মহাসড়ক বন্ধ করে দেন। হাদির মৃত্যুর খবরে কয়েকশ বিক্ষোভকারী জেলখানা মোড়ের তাহমিদ চত্বরে একত্রিত হয়ে বিক্ষোভ শুরু করেন। সেখানে ক্রমেই বাড়ছে বিক্ষোভকারীদের সংখ্যা। এতে ঢাকা-সিলেট মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন: সিলেটের কোম্পানীগঞ্জে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

এ সময় ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘ভারতের আগ্রাসন, ভেঙে দাও-গুঁড়িয়ে দাও’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ-জিন্দাবাদ’, ‘শহীদের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘আমরা সবাই হাদি হবো, গুলির মুখে কথা বলব’—প্রভৃতি স্লোগান দেন বিক্ষোভকারীরা।

এ সময় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল্লাহ আল ফয়সাল বিক্ষোভকারীদের উদ্দেশ্যে ন্যায়বিচারের দাবিতে, হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কর্মসূচি সবাইকে শান্তিপূর্ণভাবে পালনের অনুরোধ জানান। ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে আমাদের সকলকে একসঙ্গে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করতে হবে বলেও তিনি জানান।

আরও পড়ুন: নরসিংদীতে মাদক ও সন্ত্রাসরোধে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত