হবিগঞ্জ হতে লুণ্ঠিত গরু নরসিংদীতে উদ্ধার, আটক–১
হবিগঞ্জের পুরাসুন্দা হতে লুণ্ঠিত গরু ও ডাকাতি কাজে ব্যবহৃত গাড়িসহ এক ডাকাতকে আটক করেছে রায়পুরা থানা পুলিশ।
সোমবার (২৯ ডিসেম্বর) সকালে অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ১৩
আটকৃত গোলাম মোস্তফা ওরফে মিঠু (৩৫)। সে হবিগঞ্জ জেলার বাসিন্দা। এ সময় ৭টি ষাঁড় গরু ও একটি পিকআপ ভ্যান উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ ডিসেম্বর রাত পৌনে ২টার দিকে নরসিংদীর রায়পুরা থানাধীন মির্জাপুর ইউনিয়নের মাহমুদাবাদ এলাকায় ঢাকা–সিলেট মহাসড়কে উপপরিদর্শক জয় কুমার পালের নেতৃত্বে পুলিশের একটি দল মহাসড়কের ওপর চেকপোস্ট ডিউটিকালীন সময়ে ঢাকামুখী একটি পিকআপ ভ্যান থামানোর জন্য সংকেত দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে গরু বোঝাই পিকআপটি রেখে ড্রাইভারসহ অন্যান্য আসামীরা পালিয়ে গেলে গোলাম মোস্তফা ওরফে মিঠু নামে একজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
আরও পড়ুন: নরসিংদীতে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার, আটক ৩
এ বিষয়ে রায়পুরা থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান।
উল্লেখ্য, হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানাধীন নুরপুর ইউনিয়নের পুরাসুন্দা হতে উক্ত গরুগুলো লুণ্ঠন করা হয়।





