নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
নেত্রকোনায় জাতীয় ঐক্যের প্রতীক ও দেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) বাদ আছর নেত্রকোনা পৌরসভার আরামবাগ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে স্থানীয় মহল্লাবাসীর উদ্যোগে এ আয়োজন করা হয়।
পবিত্র কোরআন তিলাওয়াত ও খতম শেষে মরহুমার রুহের মাগফিরাত, জান্নাতুল ফেরদৌস লাভ এবং দেশ–জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ১৩
অনুষ্ঠানের আয়োজন সমন্বয়ে ভূমিকা রাখেন জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ও জেলা যুবদলের সাবেক সদস্য শওকত জাহিদ খান সজীব। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন পৌর বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক শফিকুল ইসলাম, সাবেক যুবদল নেতা আরিফ, আরমান, সনি খানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মপ্রাণ মানুষ ও বিভিন্ন শ্রেণি–পেশার শতাধিক ব্যক্তি দোয়া মাহফিলে অংশ নেন। উপস্থিত বক্তারা মরহুমা খালেদা জিয়ার রাজনৈতিক কর্মকাণ্ড, গণতন্ত্রের জন্য তাঁর সংগ্রাম এবং দেশের প্রতি তাঁর অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
আরও পড়ুন: নরসিংদীতে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার, আটক ৩





