বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরা কামনায় কোরআন খতম, দোয়া ও কম্বল বিতরণ
বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া'র মৃত্যুতে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতম, দোয়া ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মিনা বেগম মিনি এর নিজ উদ্যোগে আজ ১৬ জানুয়ারি, শুক্রবার বিকাল ৩টায় ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের মধ্যপাড়া ইমামবাগ এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। পরে এলাকার শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ১৩
কোরআন খতম ও শীতবস্ত্র বিতরণ শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাতসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা রাকিবুল হাসান।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: নরসিংদীতে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার, আটক ৩
কম্বল পেয়ে রহিমা বেগম বলেন, “ঠান্ডায় ঘরের বাইরে যাওয়া যায় না। হাত-পা কোকড়ায়ে যায়। বয়স হইছে, কামকাজ করার পারি না। তোমাগো এই কম্বলটা খুব কাজে দিব।”
আলম মিয়া বলেন, “বয়সের ভারে কাজ করতে পারি না, তার ওপর অসুস্থ। তিনিও কম্বল নিতে এসেছিলেন। কম্বল পেয়ে বলেন, ‘আমাগো মতো অসহায় মানুষের কথা আপনি চিন্তা করেছেন, আল্লাহ আপনাকে মঙ্গল করুক।’”
সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মিনা বেগম মিনি বলেন, “কনকনে ঠান্ডায় হতদরিদ্র মানুষগুলো কম্বল পেয়ে খুশি। সমাজের বিত্তবানদের উচিত নিজ নিজ অবস্থান থেকে এসব অসহায় মানুষের পাশে দাঁড়ানো।”





