শরীয়তপুরে ওসিকে ধাক্কা দিয়ে পালালেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন মজুমদারকে ধাক্কা দিয়ে পালিয়েছেন আতিকুল ইসলাম সোমেল নামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতা।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে সখিপুর বাজারে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ১৩
অভিযুক্ত আতিকুল ইসলাম সোমেল সখিপুর থানা ছাত্রলীগ শাখার সভাপতি। তিনি সখিপুর ইউনিয়নের সরদার কান্দি গ্রামের বাসিন্দা এবং মৃত মজিবুর সরদারের ছেলে।
ওসি মো. নাজিম উদ্দিন মজুমদার জানান, সখিপুর বাজারে খোলা তেল বিক্রির বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করতে পুলিশ অভিযান পরিচালনা করছিল। এ সময় একটি দোকানে ছাত্রলীগ নেতাকে দেখতে পেয়ে তার পরিচয় জানতে চান তিনি।
আরও পড়ুন: নরসিংদীতে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার, আটক ৩
ওসি বলেন, ‘আমাদের উপস্থিতি টের পেয়ে সোমেল পালানোর চেষ্টা করেন। তার রাজনৈতিক পরিচয় জানতে চাইলে কোনো উত্তর না দিয়ে হঠাৎ আমাকে ধাক্কা দিয়ে দৌড়ে পালিয়ে যান। আমি তাকে ধরতে গেলে আমার হাতের কনিষ্ঠ আঙুলের নখ অর্ধেক উঠে যায়।’
পরে আহত অবস্থায় তিনি হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন বলে জানান।
ওসি নাজিম উদ্দিন আরও বলেন, বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।





