বাংলাদেশে কোনো আধিপত্যবাদের ছায়া দেখতে চাই না: ডা. শফিকুর রহমান

Sadek Ali
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ন, ২৪ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৫:৫০ অপরাহ্ন, ২৪ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সরকার গঠনের সুযোগ পেলে নর্থ বেঙ্গলের মরা নদীগুলোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। নদীর জীবন ফিরে এলে নর্থ বেঙ্গলের জীবনও ফিরে আসবে ইনশাআল্লাহ।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার এস এম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দশ দলীয় ঐক্য জোট আয়োজিত নির্বাচনী প্রচারণা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: নরসিংদীতে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার, আটক ৩

ডা. শফিকুর রহমান বলেন, আমাদের লক্ষ্য গোটা নর্থ বেঙ্গলকে একটি কৃষিভিত্তিক রাজধানীতে রূপান্তর করা। এখানকার মানুষ আসমানের আপেল চায় না। তারা কঠোর পরিশ্রম করে সহজ-সরল জীবনযাপনেই সন্তুষ্ট। তাদের পরিশ্রমের ন্যায্য মূল্য পাওয়ার জায়গা করে দিতে হবে।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী কারো রক্তচক্ষুকে ভয় করে না, ভয় করে শুধু আল্লাহ রাব্বুল আলামিনকে। বাংলাদেশে কোনো আধিপত্যবাদের ছায়া দেখতে চান না উল্লেখ করে তিনি বলেন, বিশ্বের সব সভ্য দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চান তারা। প্রতিবেশীদের প্রতিবেশী হিসেবেই দেখতে চান, কারো ওপর খবরদারি করতে চান না, আবার দেশের ৫৬ হাজার বর্গমাইল ভূখণ্ডের ওপর কেউ খবরদারি করুক—তাও দেখতে চান না।

আরও পড়ুন: শ্যামপুরে হাসিনা রওশন জাহানের বিরুদ্ধে জমি জালিয়াতির অভিযোগ

ভোটারদের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, হ্যাঁ ভোটের পক্ষে জোয়ার তুলতে হবে। সেই হ্যাঁ ভোটের জোয়ারে অতীতের বস্তাপচা রাষ্ট্রব্যবস্থা যেন ভেসে যায়।

সমাবেশের শেষ পর্যায়ে দশ দলীয় সমন্বয়ের পক্ষ থেকে গাইবান্ধার পাঁচটি আসনের প্রার্থীদের হাতে নির্বাচনী প্রতীক তুলে দেওয়া হয়। এ সময় নেতাকর্মীদের উদ্দেশে বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত জানমাল দিয়ে মাঠে কাজ করার আহ্বান জানানো হয়।