ডেপুটি জেলার বরখাস্তসহ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন

ময়মনসিংহ কারাগার থেকে জামিন ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১০:০৮ অপরাহ্ন, ২৯ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১০:০৮ অপরাহ্ন, ২৯ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে হত্যা মামলার তিন আসামি জামিননামা ছাড়া মুক্তি পাওয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে। ঘটনাটি গত মঙ্গলবার ঘটলেও বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিষয়টি প্রকাশ্যে আসে।

আসামিরা হলেন আনিছ, জাকিরুল ও রাশেদুল। কারা কর্তৃপক্ষ দাবি করেছে, কাগজপত্রের ভুলের কারণে এমন হয়েছে। তবে এই ভুল আদৌ মানবিক ত্রুটি নাকি অন্য কোনো কারণে হয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

আরও পড়ুন: নরসিংদীতে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার, আটক ৩

ময়মনসিংহ বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মোহাম্মদ তৌহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, তিনজন আসামি প্রকৃতপক্ষে হত্যা মামলার অন্তর্ভুক্ত ছিলেন। প্রডাকশন ওয়ারেন্টকে ভুলভাবে জামিননামা হিসেবে বিবেচনা করে তাদের মুক্তি দেওয়া হয়।

ঘটনার প্রেক্ষিতে ডেপুটি জেলা জাকারিয়া ইমতিয়াজকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে কারা কর্তৃপক্ষ সাংবাদিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করতে অনাগ্রহ প্রকাশ করেছে। একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনো সাড়া দেননি।

আরও পড়ুন: শ্যামপুরে হাসিনা রওশন জাহানের বিরুদ্ধে জমি জালিয়াতির অভিযোগ