ধানের শীষ বিজয়ী হলে কাপাসিয়ায় সকল মতের সমান মর্যাদা নিশ্চিত হবে: শাহ রিয়াজুল হান্নান
গাজীপুর-৪, কাপাসিয়া আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকে জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থী শাহ রিয়াজুল হান্নানের পক্ষে উপজেলার টোক ইউনিয়নের বাইপাস সংলগ্ন মাঠে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ জানুয়ারি শুক্রবার বিকালে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহ রিয়াজুল হান্নান।
তিনি বলেন, ধানের শীষ বিজয়ী হলে সকল মতের সমান মর্যাদা নিশ্চিত হবে। কাপাসিয়ার সার্বিক সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। সকল ধর্মের মানুষের সমান অধিকার প্রতিষ্ঠা করা হবে। এছাড়া কাপাসিয়ার সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। তিনি ঐক্যবদ্ধ ও আধুনিক কাপাসিয়া গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে ধর্মের নামে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টার বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
আরও পড়ুন: নরসিংদীতে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার, আটক ৩
উপজেলার টোক ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আবু সাঈদ মাহমুদুল হক বুলবুল এ জনসভায় সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক শামসুল হক রোকনের পরিচালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের প্রাক্তন সভাপতি এম এ হাশেম।
ধানের শীষ প্রতীকের পক্ষে আয়োজিত নির্বাচনী জনসভায় বিপুল সংখ্যক নারী ও পুরুষ অংশগ্রহণ করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টোক ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বসির উদ্দিন বাসু, প্রবাসী বিএনপি নেতা শহীদুল ইসলাম হান্নান প্রমুখ।
আরও পড়ুন: শ্যামপুরে হাসিনা রওশন জাহানের বিরুদ্ধে জমি জালিয়াতির অভিযোগ
এছাড়া বিভিন্ন ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, নির্বাচন প্রচারণা কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ মাজহারুল হক, বিএনপির সিনিয়র নেতা বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, বারিষাব ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা কফিল উদ্দিন, ঢাকা মহানগর বিএনপি নেতা গোলাম এমডি মঈন উদ্দিন রবিন, উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা সিদ্দিক হোসাইন, মাওলানা সাখাওয়াত হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন শিশির প্রমুখ।
শাহ রিয়াজুল হান্নান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাতের জন্য দোয়া প্রার্থনা করে বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ভবিষ্যতে সবাইকে নিয়ে আধুনিক ও মানবিক সমাজ গঠন করা হবে। তিনি ধর্ম ভিত্তিক বিভ্রান্তিকর কর্মকাণ্ড থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান। হিন্দু সম্প্রদায়ের ভক্তবৃন্দের প্রতি পূর্ণ সম্মান জানিয়ে বলেন, বিগত দিনে তার পিতাকে ভোট দিয়ে এমপি ও মন্ত্রী বানানো হয়েছিল, তিনি জনগণের স্বার্থ যথাযথভাবে রক্ষা করেছেন।
শাহ রিয়াজুল হান্নান আশ্বাস দেন, যে কোনো মূল্যে কাপাসিয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা হবে। সাধারণ মানুষের অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা নেয়া হবে। বেকার যুবকদের কর্মসংস্থান, মাদকমুক্ত সমাজ, সামাজিক নিরাপত্তা, নারীদের বয়স্ক ও বিধবা ভাতা বৃদ্ধি, শিক্ষার মান উন্নয়ন ও সুষ্ঠু চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা হবে।
তিনি উপস্থিত সবাইকে দলের পক্ষে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে দল সরকার গঠন করলে এলাকার সার্বিক উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে।





