গণভোট বিষয়ে নতুন নির্দেশনা নেই, আইন স্পষ্ট করে প্রতিপালনের আহ্বান নির্বাচন কমিশনারের

Sanchoy Biswas
অপূর্ব সরকার, পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ন, ৩০ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১০:০১ অপরাহ্ন, ৩১ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোঃ সানাউল্লাহ বলেছেন, গণভোটকে কেন্দ্র করে নতুন কোনো নির্দেশনা জারি করা হয়নি; বিদ্যমান আইন স্পষ্টভাবে তা প্রতিপালনের জন্যই সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, গণভোট অধ্যাদেশ ২০২৫ অনুযায়ী সাধারণ নির্বাচনে যেসব কার্যক্রম অনিয়ম হিসেবে বিবেচিত, গণভোটেও সেগুলো একইভাবে অনিয়ম হিসেবে গণ্য হবে।

শুক্রবার দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিলেন্স অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন নির্বাচন কমিশনার।

আরও পড়ুন: নরসিংদীতে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার, আটক ৩

তিনি জানান, গণভোট অধ্যাদেশ ২০২৫-এর ২১ ধারায় স্পষ্টভাবে উল্লেখ রয়েছে—সাধারণ নির্বাচনে যেসব বিষয় অনিয়ম হিসেবে বিবেচিত হয়, গণভোটের ক্ষেত্রেও সেগুলো একইভাবে প্রযোজ্য। সে অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীরা কোনো পক্ষ অবলম্বন করে প্রচার-প্রচারণায় অংশ নিতে পারবেন না। তবে তারা গণভোট সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করতে পারবেন, কিন্তু ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের বিষয়ে কোনো অবস্থান নিতে পারবেন না।

নির্বাচন কমিশনার আরও বলেন, বর্তমানে নির্বাচনের সার্বিক পরিবেশ ভালো রয়েছে। নির্বাচনের সময় প্রতিদ্বন্দ্বিতা থাকবেই, তবে কোথাও যাতে অস্থিরতা বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেজন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। তিনি বলেন, নির্বাচন কমিশন একটি সহায়ক পরিবেশ তৈরি করেছে, যাতে শতভাগ ভোটার নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

আরও পড়ুন: শ্যামপুরে হাসিনা রওশন জাহানের বিরুদ্ধে জমি জালিয়াতির অভিযোগ

মতবিনিময় সভায় জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. মোঃ শহীদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে সহকারী রিটার্নিং অফিসারগণ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, কোর অফিসারগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের জন্য বিভিন্ন দিকনির্দেশনা দেন নির্বাচন কমিশনার। সভা শেষে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।