খুলনায় মোটরসাইকেল গ্যারেজে অগ্নিসংযোগ

খুলনায় মোটরসাইকেল গ্যারেজে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। এতে গ্যারেজে থাকা তিনটি মোটরসাইকেল অগুনে পুড়ে গেছে। নগরীর খানজাহান আলী থানাধীন ফুলবাড়িগেট রিফাত মটর ওয়ার্কসপে রোববার সকাল পৌনে ১২টার এ ঘটনা ঘটে। পরে স্থানীয় বাসিন্দারা এসে আগুন নিয়ন্ত্রণ আনে।
গ্যারেজের মালিক রিফাত জানান, তিনি গ্যারেজটা খুলে রেখে একটু বাহিরে গিয়েছিলাম। এ সময় এসে দেখে তার গ্যারেজে আগুন ধরিয়ে দিয়েছে।
আরও পড়ুন: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় নারী নিহত
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, রিফাত মটর ওয়ার্কসপে সকাল পৌনে ১২টার দিকে কে বা কারা অগ্নিসংযোগ ঘটায়। এ সময় গ্যারেজে থাকা দুইটি পুরাতন মোটরসাইকেল এবং একটি মোটরসাইকেলের খোলা বডি আগুনে পুড়ে যায়।
তিনি বলেন, কে বা কারা এ ঘটনা ঘটায়ছে তা কেউ বলতে পারছে না।
আরও পড়ুন: ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের চেষ্টায় গুলিস্তানের আগুন নিয়ন্ত্রণে
ওসি জানান, ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে।