মাইলস্টোন ট্র্যাজেডিতে আরও এক দগ্ধ শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আরও এক দগ্ধ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিশুটির নাম মাকিন। সে ৭০ শতাংশ দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন ছিল রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।
শুক্রবার (২৫ জুলাই) দুপুরে ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান।
আরও পড়ুন: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় নারী নিহত
এর আগে একই দিন সকাল সাড়ে ৯টার দিকে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আইমান (১০) নামের আরও এক শিক্ষার্থী। তার শরীরের ৪৫ শতাংশ দগ্ধ ছিল। এ নিয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটে মারা গেলেন ১৫ জন এবং ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে মারা গেছেন আরও একজন।
প্রসঙ্গত, গত ২১ জুলাই সকালে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনের ওপর বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় ক্লাস চলাকালীন অবস্থায় স্কুল ভবনের ছাদে ওই বিমান বিধ্বস্ত হলে আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তেই শিক্ষার্থী, শিক্ষকসহ বহু মানুষ দগ্ধ হন। ঘটনাটি দেশজুড়ে গভীর শোক ও ক্ষোভের জন্ম দেয়।
আরও পড়ুন: ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের চেষ্টায় গুলিস্তানের আগুন নিয়ন্ত্রণে
সরকারি সূত্রে জানা গেছে, এ ঘটনায় এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ জনে। আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন অন্তত ৫০ জন। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
উল্লেখ্য, বিমান বিধ্বস্তের পর প্রথম দফায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) মঙ্গলবার (২৩ জুলাই) দুপুর পর্যন্ত ৩১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছিল। ওই রাতেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও একজন, এবং শুক্রবার সকালে ও দুপুরে আরও দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়, ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৩-এ।
এ ঘটনার তদন্তে এরই মধ্যে বিমান বাহিনীর একটি উচ্চপর্যায়ের কমিটি কাজ শুরু করেছে। তবে এখনো আনুষ্ঠানিকভাবে দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যায়নি।