গোলাপি গাউনে ভক্তদের মুগ্ধ করলেন জয়া আহসান

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৬:০২ অপরাহ্ন, ৩১ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৮:২৯ অপরাহ্ন, ৩১ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বর্তমানে সাফল্যের নতুন রঙে রঙিন সময় কাটাচ্ছেন। সম্প্রতি কলকাতায় সুমন মুখার্জি পরিচালিত ‘পুতুলনাচের ইতিকথা’ চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেত্রী পুরস্কার জিতেছেন।

সাফল্যের এই মুহূর্তে সামাজিক মাধ্যমে নতুন কিছু ছবি শেয়ার করেছেন জয়া। ছবিগুলোতে দেখা যাচ্ছে তাকে স্লিভলেস হল্টার-নেক গোলাপি গাউনে, যা পেছনের ওপেন ব্যাক ডিজাইনের কারণে তার লুকে আধুনিক ও সাহসী ছোঁয়া এনেছে। চুলে পরিপাটি পনিটেল এবং কানে ছোট টপ দিয়ে তিনি আভিজাত্য বজায় রেখেছেন। ছবির ক্যাপশনে জয়া লিখেছেন, “গোলাপি আভা, অকৃত্রিম মুহূর্ত, চিরন্তন এক সন্ধ্যা…”

আরও পড়ুন: সিনেমার গান থেকে বিদায়ের ঘোষণা অরিজিৎ সিংয়ের, কারণ জানালেন নিজেই

ছবির ব্যাকগ্রাউন্ডে রয়েছে বিভিন্ন পুরস্কারের ক্রেস্ট ও একটি অ্যান্টিক প্রজেক্টর, যা তার বর্ণাঢ্য ক্যারিয়ারের ইঙ্গিত দিচ্ছে। ভক্তরা তার এই নতুন লুকের প্রশংসায় মন্তব্যের বন্যা বয়ে দিয়েছেন। উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারিতে টালিউডে মুক্তি পাচ্ছে জয়ার নতুন সিনেমা ‘ওসিডি’, যা তার ক্যারিয়ারের এক নতুন অধ্যায়ে