বগুড়ায় সিএনজি-কাভার্ড ভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫

বগুড়া নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট বাস স্ট্যান্ডে বগুড়া-নাটোর মহাসড়কে থ্রি-হুইলার সিএনজি ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নারীসহ ০২ জন নিহত হয়েছেন। এছাড়াও ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় ০৫ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে কুন্দারহাট হাইওয়ে পুলিশ।
উক্ত ঘটনাটি ঘটে গত ২৮ জুলাই রবিবার, নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট বাস স্ট্যান্ড মহাসড়কে। এ সময় দুমড়ে-মুচড়ে যাওয়া সিএনজি ও সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ঘাতক কাভার্ড ভ্যানটি কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
আরও পড়ুন: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় নারী নিহত
দুর্ঘটনায় নিহত সিএনজি চালক আরাফাত হোসেন (২২), নন্দীগ্রাম উপজেলার কাথম দক্ষিণ পাড়ার শফিকুল ইসলামের ছেলে এবং যাত্রী হাওয়া বেগম (৪৫), বিশা গ্রামের নজরুল ইসলাম নজু হাজীর স্ত্রী। আহত ০৫ জন হলেন— কামুল্যা গ্রামের নূরুন নাহার (৩৫), নাফিয়া খাতুন (৭), কাওসার হোসেন সুমন (২৫), বিশা গ্রামের নজরুল ইসলাম নজু হাজী (৫০) এবং রুপিহার এলাকার ইউসুফ আলী (২৪)।
স্থানীয় সূত্রে জানা যায়, নন্দীগ্রাম থেকে ০৫ জন যাত্রী নিয়ে বগুড়ার দিকে রওনা হয় সিএনজি (থ্রি-হুইলার) চালক আরাফাত। পথিমধ্যে কুন্দারহাট বাস স্ট্যান্ডে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ঘাতক কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। হাইওয়ে থানার সামনে দিয়ে মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে সিএনজি, ইজিবাইক, অটোভ্যানসহ নানা রকম থ্রি-হুইলার। ঝুঁকিপূর্ণ এসব যানবাহন চলাচলের কারণে মাঝে মধ্যেই দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেই চলছে।
আরও পড়ুন: ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের চেষ্টায় গুলিস্তানের আগুন নিয়ন্ত্রণে
এ বিষয়ে কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) নির্মল চন্দ্র মহন্ত বিষয়টি নিশ্চিত করেন এবং জানান, ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সিএনজি চালকসহ ০২ জন মারা গেছেন। স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত ০৫ জনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে সড়ক পরিবহন আইনে যথাযথ বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।