সিনেমার গান থেকে বিদায়ের ঘোষণা অরিজিৎ সিংয়ের, কারণ জানালেন নিজেই
দুই দশকের সফল সংগীতজীবনের মধ্যগগনে দাঁড়িয়ে সিনেমার গান বা প্লে-ব্যাক থেকে বিদায় নেওয়ার ঘোষণা দিয়েছেন বলিউডের সুরের জাদুকর অরিজিৎ সিং। বাংলা ও হিন্দি—দুই ভাষাতেই যার কণ্ঠের মায়ায় বুঁদ হয়ে থাকে কোটি শ্রোতা, সেই অরিজিতের গান আর সিনেমায় শোনা যাবে না—এমন খবরে হতবাক ভক্তরা।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে নিজের এই সাহসী সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করেছেন অরিজিৎ সিং। গায়ক জানান, দীর্ঘ সময় ধরে একই ধরনের কাজ করতে গিয়ে তার মধ্যে একঘেয়েমি চলে আসছিল।
আরও পড়ুন: গোলাপি গাউনে ভক্তদের মুগ্ধ করলেন জয়া আহসান
অরিজিৎ লেখেন, ‘এই সিদ্ধান্ত নেওয়ার কথা অনেক আগেই ভেবেছিলাম, কিন্তু সাহসে কুলোচ্ছিল না। এবার সেই সাহসটা পেয়ে গিয়েছি। দীর্ঘদিন একই কাজ করলে আমার ভীষণ একঘেয়েমি চলে আসে। সে কারণেই গানের অ্যারেঞ্জমেন্টে বারবার পরিবর্তন আনি। এবার নতুন ধরনের সংগীতের খোঁজে ডুব দিলাম।’
শুধু একঘেয়েমিই নয়, অরিজিতের এই সিদ্ধান্তের পেছনে রয়েছে নতুন প্রজন্মের শিল্পীদের জন্য জায়গা করে দেওয়ার মহৎ উদ্দেশ্যও। তিনি জানান, ভবিষ্যতে নতুন শিল্পীদের গান শুনতেই বেশি আগ্রহী তিনি।
আরও পড়ুন: শোতে শারীরিক হেনস্তার কবলে মৌনী রায়, সোচ্চার প্রতিবাদ শুভশ্রীর
গায়কের কথায়,আমি নতুনদের গান শুনতে চাই। নতুনরা আমাকে অনুপ্রেরণা জোগাবে—সেই দিকেই তাকিয়ে আছি।’
২০১০ সালে তেলুগু ছবি ‘কেডি’-এর মাধ্যমে সিনেমা জগতে পা রাখেন অরিজিৎ সিং। বলিউডে তার যাত্রা শুরু হয় ‘মার্ডার ২’ ছবির মাধ্যমে। তবে ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘আশিকী ২’ ছবির গান তাকে রাতারাতি সুপারস্টারে পরিণত করে। এরপর প্রায় দুই দশক ধরে বলিউড ও ভারতীয় সংগীতজগতে দাপটের সঙ্গে রাজত্ব করেছেন তিনি।
যদিও সিনেমার গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন অরিজিৎ, তবে সংগীতের সঙ্গে তার সম্পর্ক ছিন্ন হচ্ছে না। বরং নতুন ঘরানার মিউজিক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতেই এই বিরতি নিচ্ছেন তিনি—এমনটাই জানানো হয়েছে তার বক্তব্যে।





