গ্যাস লিকেজ থেকে আগুন, একই পরিবারের ৯ জন দগ্ধ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:১৭ পূর্বাহ্ন, ২৩ অগাস্ট ২০২৫ | আপডেট: ৩:২০ অপরাহ্ন, ২৩ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে টিনশেড বাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের নারী-শিশুসহ ৯ জন দগ্ধ হয়েছেন। তাদের সবাইকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সকাল ৭টার দিকে সিদ্ধিরগঞ্জের হিরাজিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, তানজিল ইসলাম (৪০), তার স্ত্রী আসমা বেগম (৩৫), তাদের সন্তান তিশা (১৭) ও আরাফাত (১৫), হাসান (৩৫), তার স্ত্রী সালমা বেগম (৩২), তাদের সন্তান মুনতাহা (১১), জান্নাত (৪) ও ইমাম উদ্দিন (১ মাস)। তাদের মা তাহেরা খাতুন (৬০) ও দগ্ধ হন।

আরও পড়ুন: আগারগাঁওয়ে গ্যাস লিকেজে বিস্ফোরণ: একই পরিবারের ৬ জন দগ্ধ

দগ্ধ হাসানের ভাই রাকিবুল ইসলাম জানান, দুই বোন আসমা ও সালমা তাদের পরিবার নিয়ে একই টিনশেড ভাড়া বাসায় থাকতেন। বাসার পাশ দিয়ে যাওয়া গ্যাস লাইনে লিকেজ থেকে গ্যাস জমে গিয়ে সকালে আগুন লেগে যায়।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন (ভারপ্রাপ্ত) ডা. সুলতান মাহমুদ সিকদার জানান, মোট ৯ জনকে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক। একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: গজারিয়াতে সিলিন্ডার বিস্ফোরণে দুই বাড়ি ভস্মীভূত, ক্ষতি প্রায় ১৫ লাখ টাকা