সচিবালয়ের নতুন ভবনে আগুন
বাংলাদেশ সচিবালয়ের নতুন ভবন (১ নম্বর ভবন) থেকে ধোঁয়া ওঠার ঘটনা ঘটেছে। রোববার (৩০ নভেম্বর) দুপুর দেড়টার দিকে ভবনটির ১০ম তলা থেকে ধোঁয়া দেখা যায় এবং টানা ফায়ার হুইসেলের শব্দ শোনা যায়। এতে ভবনে থাকা কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন: ঢাকার উত্তরায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট
ঘটনার পরই ভবন থেকে দ্রুত বের হয়ে আসেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, ১০ম তলায় ফায়ার হুইসেল বাজতে থাকে এবং কিছুক্ষণ পর ধোঁয়া উঠতে দেখা যায়। তাদের সন্দেহ—সেখানে কোনোভাবে আগুনের সূত্রপাত হতে পারে।
আরও পড়ুন: মেস থেকে জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের ইউনিট। ভবনটি ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আগুন রয়েছে কি না বা উৎস কোথায়—তা যাচাই করছে ফায়ার সার্ভিস।
সচিবালয়ের ১ নম্বর ভবনেই জনপ্রশাসন মন্ত্রণালয় এবং মন্ত্রিপরিষদ বিভাগের কার্যালয় অবস্থিত, ফলে ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।





