রাজশাহী রেঞ্জের নতুন ডিআইজি মোহাম্মদ শাহজাহান
ছবিঃ সংগৃহীত
বাংলাদেশ পুলিশের রাজশাহী বিভাগের নতুন ডিআইজি নিযুক্ত হয়েছেন পুলিশ স্টাফ কলেজের ডিআইজি মোঃ শাজাহান। অবসরজনিত কারণে বেশ কিছুদিন ধরে রাজশাহী রেঞ্জের ডিআইজি পদ শূন্য ছিল। মোহাম্মদ শাজাহান পুলিশের ১৭ তম ব্যাচের কর্মকর্তা দীর্ঘদিন ধরে স্টাফ কলেজে কর্মরত ছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ ১ শাখার উপসচিব মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আজ এই আদেশ জারি করা হয়। একই আদেশে পুলিশের রংপুর পিটিসির কমান্ডেন্ট এন্ডিসি কোর্স সম্পন্ন করে প্রত্যাবর্তনকৃত ডিআইজি বাসুদেব বনিক কে পুলিশ পুলিশ হেডকোয়াটারের ডিআইজি টি আর পদে বদলি করা হয়েছে।






