কাপাসিয়ায় মেধা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ
মানসম্মত শিক্ষা বিস্তার ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে গাজীপুরের কাপাসিয়ায় এস. এস. ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে “মেধা বিকাশ বৃত্তি–২০২৫” উপলক্ষে বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মাঝে সনদপত্র, নগদ অর্থ এবং ল্যাপটপ বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১০টায় কাপাসিয়া উপজেলার শহীদ গিয়াস উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এস এস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ২০ বছর পূর্তি উপলক্ষে স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়।
শিক্ষাবৃত্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও শিক্ষানুরাগী এস এস ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব ফ. ম. মমতাজ উদ্দিন রেন। তিনি বলেন, “একটি জাতির উন্নয়নের মূল চাবিকাঠি হলো শিক্ষা। মেধাবী শিক্ষার্থীদের যথাযথ পরিচর্যা ও উৎসাহ প্রদান করা গেলে তারা আগামী দিনে দেশ ও জাতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। তিনি আরো বলেন, গ্রাম পর্যায়ের মেধাবী শিক্ষার্থীরা অনেক সময় আর্থিক ও সামাজিক প্রতিবন্ধকতার কারণে এগিয়ে যেতে পারে না। বৃত্তি কার্যক্রম তাদের সেই বাধা অতিক্রম করতে সহায়তা করবে। তিনি এস. এস. ওয়েলফেয়ার ফাউন্ডেশনের এ ধরনের মহতী উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও শিক্ষা সহায়ক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
আরও পড়ুন: ঢাকায় বহুতল ভবনে আগুন, ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করছে
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এস. এস. ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি সমাজবন্ধু মুহাম্মদ ইকবাল হোসাইন। তিনি বলেন, “এস. এস. ওয়েলফেয়ার ফাউন্ডেশন শুরু থেকেই শিক্ষা, মানবকল্যাণ ও সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “এই বৃত্তি শুধু আর্থিক সহায়তা নয়, এটি একটি অনুপ্রেরণা। শিক্ষার্থীদের উচিত এই সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলে ভবিষ্যতে দেশের কল্যাণে কাজ করবে।
লোহাদী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক ও ফাউন্ডেশনের উপদেষ্টা আব্দুস সাত্তার শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ট্রাস্ট ব্যাংক জলসিঁড়ি শাখা ম্যানেজার সৈয়দ মোঃ জাকির হোসেন, চক্ষু বিশেষজ্ঞ ডাঃ রাশেদুল আলম, ডাঃ সজীব পাল, ভাওয়াল বদলে আলম সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ জাকির হোসেন, এস. এস. ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সহ-সভাপতি কবি আফিয়া রুবি, সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির শিমুল, সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন পাঠান, ম্যানেজার আব্দুল বাতেন সহ ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আরও পড়ুন: উত্তর আমেরিকা ও ইউরোপ থেকে আগত প্রবাসীদের উদ্যোগে গুলশানে নির্বাচনী প্রচারণা
বক্তারা তাদের বক্তব্যে বলেন, শিক্ষার মান উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি ও সামাজিক সংগঠনগুলোর অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের বৃত্তি কার্যক্রম শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি ঝড়ে পড়া রোধে সহায়ক ভূমিকা রাখবে। অতিথিরা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও নগদ অর্থ সম্মাননা ক্রেস্ট এবং সর্বোচ্চ নম্বর প্রাপ্ত মনোহরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মেহজাবিন প্রাপ্তিকে ল্যাপটপ তুলে দেওয়া হয়।
এ সময় শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও উৎসাহের পরিবেশ সৃষ্টি হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণমাধ্যমকর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন।
প্রাথমিক ও মাধ্যমিকের ১৭১ টি শিক্ষা প্রতিষ্ঠানের পঞ্চম ও অষ্টম শ্রেণির ৬৭৪জন শিক্ষার্থী মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। ৮ম থেকে ১০ জন ও ৫ম থেকে ১০ জন সহ ২০ জন ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছেন। অষ্টম থেকে সাধারণ বৃত্তি পেয়েছেন ৪৩ ও পঞ্চম থেকে সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছেন ৫৭ জন মেধাবী শিক্ষার্থী ।





