তৌহিদ আফ্রিদির ৭ দিনের রিমান্ড আবেদন সিআইডির

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ন, ২৫ অগাস্ট ২০২৫ | আপডেট: ৩:৪৭ অপরাহ্ন, ২৫ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ী থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর ও মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে তৌহিদ আফ্রিদিকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেছে সিআইডি। সোমবার (২৫ আগস্ট) মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মো. এরফান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদন করেন। শুনানির জন্য সময় নির্ধারণ করা হয়েছে।

তৌহিদ আফ্রিদিকে রোববার রাতে বরিশাল থেকে গ্রেপ্তার করে সিআইডির একটি দল। এর আগে গত ১৭ আগস্ট রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার হন আফ্রিদির বাবা নাসির উদ্দিন। পরে আদালত তাকে এ মামলায় ৫ দিনের রিমান্ডে পাঠান।

আরও পড়ুন: ঢাকার ৫০ থানার ওসিসহ ঊর্ধ্বতন ব্যাপক রদবদল

মামলার এজাহার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ২০২৪ সালের ৫ আগস্ট যাত্রাবাড়ীতে সড়কে আন্দোলনে অংশ নেন মো. আসাদুল হক বাবু। দুপুর আড়াইটায় আসামিদের ছোড়া গুলিতে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নিহতের বাবা জয়নাল আবেদীন গত বছরের ৩০ আগস্ট যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনকে আসামি করা হয়। এ মামলায় নাসির উদ্দিন ২২ নম্বর এবং তার ছেলে তৌহিদ আফ্রিদি ১১ নম্বর এজাহারনামীয় আসামি হিসেবে অন্তর্ভুক্ত।

আরও পড়ুন: ডিএমপিতে বড় রদবদল