বেনজীরের ৪ ফ্ল্যাটের সম্পদ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে হস্তান্তর: দুদক

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ন, ২২ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৪:৪৮ অপরাহ্ন, ২২ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দুদক জানিয়েছে, সাবেক পুলিশ মহাপরিচালক (আইজিপি) বেনজীর আহমেদের কাছ থেকে জব্দ করা চারটি ফ্ল্যাটের সব সম্পদ প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে হস্তান্তর করা হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, দুদকের তদন্তে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক আইজিপি বেনজীর আহমেদের মালিকানাধীন এসব ফ্ল্যাট জব্দ করা হয়। আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর জব্দকৃত সম্পদ রাষ্ট্রের ত্রাণ ও কল্যাণ তহবিলে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন: প্রথম আলো কার্যালয়ে হামলা: ১৫ আসামি কারাগারে

দুদক সূত্র জানায়, ফ্ল্যাটগুলোর মালিকানা ও সম্পদ সংক্রান্ত যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ধাপ অনুসরণ করে এ হস্তান্তর কার্যক্রম সম্পন্ন করা হয়।

এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে দুদক জানিয়েছে।

আরও পড়ুন: পুলিশের ৬ ডিআইজি পদে রদবদল