ডাকসু নির্বাচনে ভিপি পদে এগিয়ে শিবিরের সাদিক, জিএস পদে ফরহাদ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্রার্থী মো. সাদিক কায়েম এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে এসএম ফরহাদ বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন।
বুধবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত ঘোষিত ৬টি ভোটকেন্দ্রের ১৩টি হলের ফলাফলে এই চিত্র পাওয়া গেছে।
আরও পড়ুন: জবিতে ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বাসের ব্যবস্থা
প্রকাশিত ফলাফলে দেখা যায়, সাদিক কায়েম পেয়েছেন মোট ১০ হাজার ৬৪ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন ৪ হাজার ৩৫০ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন ২ হাজার ২৬০ ভোট।
জিএস পদে শিবির সমর্থিত প্রার্থী এসএম ফরহাদ পেয়েছেন ৭ হাজার ৩২৩ ভোট। অন্যদিকে ছাত্রদলের শেখ তানভীর হামিম পেয়েছেন ৩ হাজার ৮৮১ ভোট এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের প্রার্থী আবু বাকের মজুমদার পেয়েছেন ১ হাজার ২৮৯ ভোট।
আরও পড়ুন: চাকসুর প্রতিনিধি আকাশ দাশের বুয়েট শিক্ষার্থীর ধর্ষণ কে সমর্থন করে পোস্ট: উত্তাল চবি
মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণ হয়। দিনভর ভোট শেষে রাত পৌনে ২টার দিকে কার্জন হল কেন্দ্রে ফলাফল ঘোষণা শুরু হয়।
ঘোষিত ফলাফলের মধ্যে রয়েছে—অমর একুশে হল, ফজলুল হক মুসলিম হল, শহীদুল্লাহ হল, শামসুন্নাহার হল, জগন্নাথ হল, সলিমুল্লাহ হল, জহুরুল হক হল, রোকেয়া হল, বিজয় একাত্তর হল, মুহসিন হল, স্যার এ এফ রহমান হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল এবং কবি জসীমউদ্দীন হল।





