ঢাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৪ নেতাকর্মী গ্রেপ্তার

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:১৩ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৫ | আপডেট: ১২:০৭ অপরাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানী ঢাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৪৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (১২ নভেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন: চিড়িয়াখানা থেকে বের হওয়া সিংহ খাঁচায় ফিরেছে

তিনি বলেন, রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের মোট ৪৪ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) দিনভর এসব অভিযান পরিচালিত হয়।

ডিসি আরও জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে নাশকতা, সহিংসতা ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে পৃথক মামলা দায়ের করা হচ্ছে। পরে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

আরও পড়ুন: জাতীয় চিড়িয়াখানায় খাঁচা ছেড়ে বেরিয়ে এলো সিংহ, আতঙ্ক নেই