সংসদ ভবন এলাকা থেকে বিচারকের মোবাইল ও চশমা নিয়ে গেল ছিনতাইকারীরা
রাজধানীর সর্বোচ্চ নিরাপত্তা জোনগুলোর একটি সংসদ ভবন এলাকার ভিতরেই ছিনতাইকারীদের টার্গেটে পড়েছেন একজন সিনিয়র জেলা ও দায়রা জজ। বুধবার (১৯ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে শেরেবাংলা নগর থানার আওতাধীন এলাকায় ঘটে এই ঘটনা। ভুক্তভোগী বিচারকের নাম অরুনাভ চক্রবর্তী।
পুলিশ সূত্র জানায়, রাতে হাঁটতে হাঁটতে সংসদ ভবন এলাকার পাশ দিয়ে যাচ্ছিলেন বিচারক অরুনাভ চক্রবর্তী। সে সময় তিনজন ছিনতাইকারী তার গতিরোধ করে ভয় দেখিয়ে হাতে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নেয়। শুধু তাই নয়, চোখের চশমাটিও ছিনতাইকারীরা নিয়ে পালিয়ে যায়।
আরও পড়ুন: চিড়িয়াখানা থেকে বের হওয়া সিংহ খাঁচায় ফিরেছে
ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করে বলেন, বিচারকের কাছ থেকে রিয়েলমি ব্র্যান্ডের একটি মোবাইল ফোন ও চশমা ছিনতাই হয়েছে। তিনি ইতোমধ্যে শেরেবাংলা নগর থানায় অভিযোগ দিয়েছেন। ঘটনার পরপরই ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।
সংরক্ষিত বলে পরিচিত ওই এলাকায় বিচারকের ওপর ছিনতাইয়ের ঘটনায় নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
আরও পড়ুন: জাতীয় চিড়িয়াখানায় খাঁচা ছেড়ে বেরিয়ে এলো সিংহ, আতঙ্ক নেই





