১৯ বছর পালিয়ে বেড়ানো সাজাপ্রাপ্ত আসামি রব্বানী গ্রেফতার

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:২৫ অপরাহ্ন, ৩০ নভেম্বর ২০২৫ | আপডেট: ১০:৩৭ পূর্বাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) রংপুর বিভাগীয় কার্যালয়ের একটি আভিযানিক দল দীর্ঘ ১৯ বছর ধরে পলাতক থাকা সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে। শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে গাজীপুর মহানগর পুলিশের কাশিমপুর থানা এলাকার সারদাগঞ্জ সুলতান মার্কেট থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামির নাম রব্বানী (৪৫)। তিনি নীলফামারী জেলার নটখানা খামাদপাড়া গ্রামের মৃত আনোয়ার হোসেন ওরফে আনোয়ার কুলির ছেলে।

আরও পড়ুন: চিড়িয়াখানা থেকে বের হওয়া সিংহ খাঁচায় ফিরেছে

এটিইউ জানায়, পেনাল কোডের ৩৭৯ ধারা এবং রেলওয়ে আইনের ১২৬ ধারায় দায়ের করা মামলায় আদালত ২০০৭ সালের ৩১ অক্টোবর রব্বানীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং পৃথকভাবে ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেন। পরে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়।

দণ্ড এড়াতে তিনি দীর্ঘদিন দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে অবশেষে রব্বানীকে কাশিমপুর এলাকা থেকে আটক করতে সক্ষম হয় এটিইউর চৌকস দল।

আরও পড়ুন: জাতীয় চিড়িয়াখানায় খাঁচা ছেড়ে বেরিয়ে এলো সিংহ, আতঙ্ক নেই

গ্রেফতারের পর তাকে জিএমপি’র কাশিমপুর থানায় হস্তান্তর করা হয়েছে।