মহান বিজয় দিবসে আলোর উৎসবে রঙিন ঢাকা

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:০২ পূর্বাহ্ন, ১৬ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৮:০২ পূর্বাহ্ন, ১৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আজ মহান বিজয় দিবস। ১৬ ডিসেম্বর পেরিয়ে ৫৫ বছরে পদার্পণ করল স্বাধীন বাংলাদেশ। পরাধীনতার শৃঙ্খল ভেঙে অর্জিত এই গৌরবময় বিজয়কে ঘিরে বর্ণিল সাজে সেজেছে রাজধানী ঢাকা।

সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা নামতেই বিজয় দিবসের উদ্‌যাপনে আলোয় ঝলমলে হয়ে ওঠে রাজধানীর গলি থেকে রাজপথ। শাপলা চত্বরসহ ঢাকার বিভিন্ন সরকারি ভবন, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও বেসরকারি স্থাপনায় জ্বলে ওঠে লাল-সবুজের আলোকসজ্জা।

আরও পড়ুন: ওসমান হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন মাসুদের সহযোগী কবির আটক

১৯৭১ সালে লাখো শহীদের আত্মত্যাগে অর্জিত স্বাধীনতার বিজয়কে বরণ করে নিতে নগরীর গুরুত্বপূর্ণ স্থাপনায় বিশেষ আলোকসজ্জা করা হয়েছে। শুধু সরকারি ভবন নয়, এই আলোর উৎসবে অংশ নিয়েছে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তিগত ভবনও। সন্ধ্যার পর রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনা, ব্যাংক-বিমা অফিস, সরকারি দপ্তর এবং অভিজাত হোটেলগুলো ঝলমলে আলোয় নতুন রূপ নেয়।

এদিকে দেশের প্রাণকেন্দ্র ঢাকার বিভিন্ন এলাকায় বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর কার্যালয়েও দেখা গেছে বর্ণিল আলোকসজ্জা। সড়কের দু’পাশ ও মোড়ে মোড়ে বৈদ্যুতিক বাতির বাহারি রঙ রাজধানীর সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। বিজয় দিবস উপলক্ষে পুরো ঢাকা যেন রূপ নিয়েছে এক আলোকিত নগরীতে।

আরও পড়ুন: দুই মসজিদের ইমামের ভয়ঙ্কর প্রতারণার শিকার ২১টি পরিবার

সন্ধ্যা থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় মানুষ ভিড় করছেন আলোকসজ্জা উপভোগ করতে। কর্মব্যস্ত নগরবাসী দৃষ্টিনন্দন এই দৃশ্য দেখে মুগ্ধ হচ্ছেন। কেউ পরিবার-পরিজন নিয়ে বেরিয়ে পড়েছেন, কেউ আবার মোবাইল ক্যামেরায় বন্দি করছেন বিজয়ের এই বর্ণিল মুহূর্ত।