প্রণোদনা মিলবে ৪৩ পণ্য রপ্তানিতে

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ন, ২৪ অগাস্ট ২০২৩ | আপডেট: ৯:৪৭ পূর্বাহ্ন, ২৪ অগাস্ট ২০২৩
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

একটি দেশের প্রেক্ষাপটে রপ্তানি বাণিজ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশের রপ্তানি পণ্য খুব বেশি নয়। সে জন্য রপ্তানি বাণিজ্যকে উৎসাহিত করার লক্ষ্যে চলতি অর্থবছরে জাহাজীকৃত পণ্য রপ্তানির বিপরীতে প্রণোদনা ও নগদ সহায়তা দেবে সরকার। 

আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। 

আরও পড়ুন: ডিএসইতে বড় দরপতন: ১৩ কার্যদিবসে সর্বনিম্ন লেনদেন

এতে বলা হয়, ৪৩টি পণ্য (প্রযোজ্য ক্ষেত্রে সংশ্লিষ্ট খাতের পণ্য) রপ্তানির বিপরীতে চলতি ২০২৩-২০২৪ অর্থবছরে এই প্রণোদনা ও নগদ সহায়তা দেওয়া হবে। 

আগের মতোই চলতি অর্থবছরেও রপ্তানি প্রণোদনা বা নগদ সহায়তার আবেদনপত্র বাংলাদেশ ব্যাংক অনুমোদিত এবং সংশ্লিষ্ট ব্যাংকের নিয়োজিত অডিট ফার্ম দ্বারা নিরীক্ষা করানো যাবে। তবে নিরীক্ষা কার্যক্রম দ্রুত সম্পাদনের

আরও পড়ুন: ভোজ্যতেলের দাম বাড়ানোর আইনগত ভিত্তি নেই: বাণিজ্য উপদেষ্টা

লক্ষ্যে অতিরিক্ত ফার্ম নিয়োগের প্রয়োজন হলে সে বিষয়ে যৌক্তিকতা ও প্রয়োজনীয় তথ্যসহ অডিট ফার্মের সংখ্যা উল্লেখ করে বাংলাদেশ ব্যাংক বরাবর আবেদন করতে হবে।