১২ দিনে এক বিলিয়ন ডলারের রেমিট্যান্স, রিজার্ভে ফিরছে স্বস্তি

চলতি জুলাই মাসের প্রথম ১২ দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১.০৭ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স, যা টাকায় প্রায় ১৩ হাজার কোটি। বাংলাদেশ ব্যাংক বলছে, এ ধারা অব্যাহত থাকলে মাস শেষে রেমিট্যান্স ২.৭৬ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে।
রোববার (১৩ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।
আরও পড়ুন: পাম অয়েলের দাম লিটারে কমলো ১৯ টাকা
তিনি জানান, হুন্ডি প্রতিরোধ, প্রণোদনা ও ব্যাংকিং চ্যানেলের উন্নয়নের ফলে রেমিট্যান্স প্রবাহে এই ইতিবাচক ধারা দেখা যাচ্ছে। জুন মাসেও রেমিট্যান্স এসেছে ২.৮২ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ১১ শতাংশ বেশি।
২০২৪-২৫ অর্থবছর শেষে দেশে রেমিট্যান্স এসেছে ৩০.৩৩ বিলিয়ন ডলার, যা এক বছরের ব্যবধানে প্রায় ২৭ শতাংশ প্রবৃদ্ধি। এটি বাংলাদেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স অর্জন।
আরও পড়ুন: বাংলাদেশের পাট ও পাটজাত পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছর শেষে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩১.৬৮ বিলিয়ন ডলার। আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে এ হিসাব ২৬.৬৬ বিলিয়ন ডলার।
অর্থ মন্ত্রণালয়ের পূর্বাভাস অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে দেশের রিজার্ভ ৩৪ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। রপ্তানি, আমদানি ও রেমিট্যান্সে গড় ৮-১০ শতাংশ প্রবৃদ্ধির আশা করছে সরকার।