টঙ্গীতে জোড় ইজতেমায় আরও ২ মুসল্লির মৃত্যু

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৩৮ পূর্বাহ্ন, ৩০ নভেম্বর ২০২৫ | আপডেট: ৯:৩৮ পূর্বাহ্ন, ৩০ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে তাবলিগ জামায়াতের বাংলাদেশ শুরা–নেজামের অধীনে চলমান পাঁচ দিনব্যাপী পুরানদের জোড় ইজতেমার তৃতীয় দিনে আরও দুই মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে চলমান জোড় ইজতেমায় মোট পাঁচজন মুসল্লি মৃত্যুবরণ করলেন।

শনিবার (২৯ নভেম্বর) রাতে এবং রোববার (৩০ নভেম্বর) ভোরে পৃথক সময়ে তাদের মৃত্যুর ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন তাবলিগ জামাত বাংলাদেশ শুরা–নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

আরও পড়ুন: অমানবিক পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি

মারা যাওয়া দুই মুসল্লি হলেন আবুল আসাদ বাদল (৬২), সিলেট সদর উপজেলার ভার্থখোলা এলাকার আব্দুল জহিরের ছেলে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে শ্বাসকষ্টজনিত সমস্যা হলে তাকে টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরেকজন মইনইউদ্দিন (১০০), সরাইল উপজেলার কোট্টাপাড়া এলাকার নাজির উদ্দিনের ছেলে। রোববার ভোর পৌনে ৫টার দিকে টঙ্গী ইজতেমা মাঠেই তিনি স্বাভাবিক মৃত্যুবরণ করেন।

আরও পড়ুন: জামালপুরের আলোচিত মনিরুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার

ইজতেমা ময়দানে জানাজা শেষে তাদের মরদেহ নিজ নিজ গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন দায়িত্বশীলরা।