মারা গেছেন আন্দোলনে গুলিবিদ্ধ জবি শিক্ষার্থী সাজিদ

Any Akter
জবি সংবাদদাতা
প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ন, ১৪ অগাস্ট ২০২৪ | আপডেট: ১:৪৪ অপরাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একাউন্টিং ও ইনফরমেশন সাইন্স বিভাগের শিক্ষার্থী ইকরামুল হক সাজিদ মারা গেছেন। আজ বুধবার (১৪ আগস্ট) দুপুর ২টা ১৫ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসারত অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন বলে নিশ্চিত করেছেন তার সহপাঠীরা। 

এর আগে গত ৪ আগস্ট সাজিদ রাজধানীর মিরপুরে আন্দোলনরত অবস্থায় মাথায় গুলিবিদ্ধ হন। এরপর তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছিল।

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের আইবিএ এমবিএ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

জানা যায়, ইকরামুল হক সাজিদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের একাউন্টিং এন্ড ইনফরমেশন বিভাগের শিক্ষার্থী। তিনি রাজধানী ঢাকার মিরপুরের বাসিন্দা। তার গ্রামের বাড়ি টাঙ্গাইল।