ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের আইবিএ এমবিএ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

Sanchoy Biswas
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ৭:০২ অপরাহ্ন, ০৫ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৯:৩৬ পূর্বাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)-এর ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের এমবিএ প্রোগ্রামের (৬৮তম ব্যাচ) ভর্তি পরীক্ষা আজ শুক্রবার (০৫ ডিসেম্বর ২০২৫) শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে পরীক্ষাকেন্দ্রে ভর্তিচ্ছুদের উপচেপড়া ভিড় হলেও পুরো প্রক্রিয়া স্বচ্ছ ও নিরবচ্ছিন্নভাবে সম্পন্ন হয়।

পরীক্ষার সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। এ সময় তার সঙ্গে ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ এবং আইবিএর পরিচালক অধ্যাপক শাকিল হুদা।

আরও পড়ুন: জ্যোতির্বিদদের অনুসন্ধানে উন্মোচিত মহাবিশ্বের রহস্য

পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন এবং জানান, “আইবিএ দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক মান বজায় রেখে ভর্তি পরীক্ষা আয়োজন করছে। এ বছরও সেই ধারাবাহিকতায় স্বচ্ছ ও জবাবদিহিমূলক পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি পরীক্ষার ফলাফল নির্ধারিত সময়ের মধ্যে আইবিএর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

আরও পড়ুন: এক জেলার ২৪৩ শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষককে শোকজ