মাভাবিপ্রবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত

Sanchoy Biswas
শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল
প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ন, ০৯ মে ২০২৫ | আপডেট: ৫:৪৬ অপরাহ্ন, ১৫ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘এ’ (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষা ৯ মে ২০২৫, শুক্রবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

পরীক্ষা চলাকালীন জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক ও মাভাবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।

আরও পড়ুন: রাবির সোহরাওয়ার্দী হলে ডাস্টবিন দিলো কাউসার-সাচ্চু-ইমরুল পরিষদ

এ বছর ‘এ’ ইউনিটে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১,৪২,৭১৪ জন। এর মধ্যে মাভাবিপ্রবিতে কেন্দ্র করে পরীক্ষায় অংশগ্রহণ করে ৭,৩০৭ জন পরীক্ষার্থী।