চাকসু নির্বাচন এ ছাত্রদল মনোনীত প্যানেল কে সমর্থন জানিয়ে প্রার্থীতা প্রত্যাহার করলো দুইজন

Sanchoy Biswas
মো. সাবিত বিন নাছিম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ৯:০১ অপরাহ্ন, ০৭ অক্টোবর ২০২৫ | আপডেট: ১২:০৭ অপরাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দীর্ঘ ৩৫ বছর পর আগামী ১৫ই অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন।চাকসু নির্বাচনে সহ সভাপতি (ভিপি) পদে প্রার্থী ছিলেন সাঈদ মোঃ রেদোয়ান। জাতীয়তাবাদী ছাত্রদলের সাথে যুক্ত সাঈদ মোঃ রেদোয়ান ছাত্রদল কর্তৃক মনোনীত ভিপি সাজ্জাদ হোসেন হৃদয়কে পূর্ণ সমর্থন জানিয়ে প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (৭ই অক্টোবর) বিকাল ৪ টায় এক সংবাদ সম্মেলনে সাঈদ মোঃ রেদোয়ান বলেন,"স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের শিখিয়েছেন যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়।আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে আমি গভীরভাবে উপলব্ধি করছি, ব্যক্তির চেয়ে দল কতখানি বড়।আমি সাঈদ মোঃ রেদোয়ান, আসন্ন চাকসু নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে প্রার্থী ছিলাম, আমার ব্যালট নাম্বার ২২।ছাত্র সংসদ নির্বাচন প্রতিটি শিক্ষার্থীর দীর্ঘদিনের স্বপ্ন, আর ৩৬ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনের অংশ হতে পারাটা আমার জন্য ছিল গর্বের বিষয়।বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সঙ্গে আমার আত্মিক বন্ধন রয়েছে। আমি এই সংগঠনকে হৃদয়ে ধারণ করি এবং সংগঠনের আদর্শ ও সিদ্ধান্তকে সর্বোচ্চ সম্মান করি।তাই, আমার সংগঠন কর্তৃক মনোনীত ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় ভাইয়ের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে, আমি আমার প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দিচ্ছি।"

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের আইবিএ এমবিএ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

আসন্ন চাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে ভিপি পদে মনোনীত হয়েছেন সাজ্জাদ হোসেন হৃদয়। কাম্পাসের এই জনপ্রিয় মুখ 'মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা' হিসেবেও বিপুল পরিচিত।