ড্যাফোডিল ইউনিভার্সিটির হামলায় সিটি ইউনিভার্সিটির ২০ থেকে ২৫ কোটি টাকার ক্ষতি

Sanchoy Biswas
মো. রফিকুল ইসলাম জিলু, সাভার আশুলিয়া প্রতিনিধি
প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ন, ২৭ অক্টোবর ২০২৫ | আপডেট: ৯:২৯ অপরাহ্ন, ২৭ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাভারের সিটি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর (ভিসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ড. মো. লুৎফর রহমান বলেছেন, বিশ্ববিদ্যালয়ের প্রায় ২০ থেকে ২৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। এছাড়া কিছু ক্ষতি হয়েছে যা কখনোই পূরণ করা সম্ভব নয়। তিনি জানান, সব ডকুমেন্ট আমার ব্যক্তিগত কম্পিউটারে ছিল। রেজিস্ট্রার, ফাইন্যান্সসহ বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের নথি-পাতি ভাঙচুর করে নষ্ট করে দিয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) দুপুরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন সিটি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ড. মো. লুৎফর রহমান।

আরও পড়ুন: ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

ভিসি বলেন, থুথু ফেলাকে কেন্দ্র করে আমাদের সিটি ইউনিভার্সিটির এক ছাত্র ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক ছাত্রের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে রাত ১০টার মধ্যে সমস্যার সমাধান করি। কিন্তু রাত ১০টার পর থেকে ভোর ৪টা পর্যন্ত ড্যাফোডিল ইউনিভার্সিটির অসংখ্য শিক্ষার্থী আমাদের বিশ্ববিদ্যালয়ে হামলা চালায়। তারা গেট ও দেয়াল ভাঙচুর করে, গাড়িতে আগুন দেয় এবং পরিকল্পিতভাবে আমাদের অফিসে ঢুকে ভিসি, প্রো-ভিসি ও রেজিস্ট্রারের কম্পিউটারসহ বিভিন্ন অফিসের ডকুমেন্ট নিয়ে যায়।

তিনি আরও বলেন, রাত সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ে এসে দেখি চরম ভাঙচুরের চিত্র। ভাবতে পারছি না, এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অন্য বিশ্ববিদ্যালয়ে এভাবে হামলা চালাতে পারে!

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের আইবিএ এমবিএ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা প্রসঙ্গে ভিসি বলেন, এ ঘটনায় তারা কোনো সহায়তা করেনি। স্টুডেন্ট-রিলেটেড কোনো বিষয়ে তারা নাক গলায় না। আমরা যাদের ধরে ছিলাম, তারা আমাদের ল্যাব ও বিশ্ববিদ্যালয়ের ভেতরে ভাঙচুর করছিল। আমরা রাস্তা থেকে কাউকে ধরিনি। সকালে ড্যাফোডিল ইউনিভার্সিটির ভিসির সঙ্গে আমার কথা হয়েছে। তারা যদি আসে, আমরা বসে সমাধান করব, না এলে আইনের আশ্রয় নেব।