জকসু নির্বাচনে ছাত্রশক্তি সমর্থিত ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ প্যানেল ঘোষণা

Sanchoy Biswas
আরাফাত চৌধুরী, জবি প্রতিনিধি
প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ন, ১৮ নভেম্বর ২০২৫ | আপডেট: ৩:০৭ অপরাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে জাতীয় ছাত্রশক্তি ও সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ নামে প্যানেল ঘোষণা করা হয়েছে। এতে ভিপি পদে মনোনীত হয়েছেন কিশোর আনজুম সাম্য, জিএস পদে ফয়সাল মুরাদ এবং এজিএস পদে লড়বেন শাহিন মিয়া।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুর ১টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের নিচতলায় এই প্যানেল ঘোষণা করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদ হাসান।

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের আইবিএ এমবিএ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

ভিপি পদপ্রার্থী কিশোর আনজুম সাম্য ছাত্রশক্তির কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক, জিএস পদপ্রার্থী ফয়সাল মুরাদ জবি শাখা ছাত্রশক্তির আহ্বায়ক এবং এজিএস পদপ্রার্থী শাহিন মিয়া সদস্য সচিবের দায়িত্বে রয়েছেন।

২০ সদস্যের এ প্যানেলে সমাজসেবা সম্পাদক ফেরদৌস শেখ, শিক্ষা ও গবেষণা সম্পাদক নিদ্রা আক্তার, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইমরান হোসেন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক মো. তারেক (সাবিত তারেক), আইন ও মানবাধিকার সম্পাদক মো. জিহাদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. শাহিনুর রহমান তাহসিন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক রাতুল হাসান, ক্রীড়া সম্পাদক ফেরদৌস হোসেন সোহান, পরিবহন সম্পাদক মুশফিকুর রহমান, পাঠাগার ও সেমিনার সম্পাদক আমিনুল ইসলাম।

আরও পড়ুন: জ্যোতির্বিদদের অনুসন্ধানে উন্মোচিত মহাবিশ্বের রহস্য

নির্বাহী সদস্য হিসেবে থাকছেন কামরুল হাসান রিয়াজ, সাজ্জাদ হোসাইন, হাসান মাহমুদ সাকিব, সিনহা ইসলাম অর্ণা, জাবির খান, মো. সজিব মৃধা ও কেয়ারুল ইসলাম।

প্যানেলে মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদটি জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ জবি শিক্ষার্থী অনিক কুমারের প্রতি সম্মান প্রদর্শন করে ফাঁকা রাখা হয়েছে।