ঢাবিতে চারদিনব্যাপী বিআইআইটি-আইআইআইটি উইন্টার স্কুল ২০২৫ শুরু
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে মঙ্গলবার (৯ ডিসেম্বর) চারদিনব্যাপী ‘বিআইআইটি-আইআইআইটি উইন্টার স্কুল ২০২৫’ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থট (বিআইআইটি) আয়োজনে এবং দ্য ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ইসলামিক থট (আইআইআইটি), ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগ ও দ্য ফেয়ারফ্যাক্স ইনস্টিটিউটের সহযোগিতায় এটি অনুষ্ঠিত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নিয়াজ আহমেদ খান। বিশেষ অতিথি ছিলেন সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ ফজলে এলাহি, বিআইআইটি’র মহাপরিচালক প্রফেসর ড. এম. আবদুল আজিজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আবু সায়েম, বিআইআইটি’র একাডেমিক ফেলো ও নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের ইংরেজি বিভাগের শিক্ষক ড. মুমতাহিনা এবং বিআইআইটি’র ডেপুটি ডিরেক্টর ড. সৈয়দ শহীদ আহমেদ।
আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে আওয়ামীপন্থী শিক্ষকদের গোপন বৈঠক, ডাকসু নেতার ধাওয়া
উইন্টার স্কুলের প্রথম দিনে বিভিন্ন সেশনে দেশি-বিদেশি খ্যাতিমান একাডেমিশিয়ান ও চিন্তাশীল ব্যক্তিত্বরা বক্তব্য রাখেন। এতে আলোচনায় ছিল—“ইন্ডাস্ট্রিয়াল রেভ্যুলুশন এন্ড ইন্টিগ্রেশন অফ নলেজ” (আইআইআইটি’র সেক্রেটারি জেনারেল প্রফেসর ড. ওমর হাসান কাসুলি সিনিয়র), “দ্য পলিটিক্যাল হিস্ট্রি অফ মুসলিম বেঙ্গল” (দৈনিক আমার দেশের সম্পাদক ড. মাহমুদুর রহমান), “নলেজ, এডুকেশন এন্ড সিভিলাইজেশন” (প্রফেসর ড. এম. আবদুল আজিজ), এবং “সেক্যুলারিজম, ইম্পেরিয়ালিজম এন্ড মডার্নিজম” (ইউনিভার্সিটি অব সারাযেভো’র প্রফেসর ড. আহমেদ আলিবাসিচ)।
উইন্টার স্কুলের আয়োজকরা জানান, চারদিনব্যাপী এই স্কুলের মূল লক্ষ্য হলো তরুণ গবেষকদের মধ্যে সমন্বিত জ্ঞানচর্চা, চিন্তাশীলতা এবং ইসলামী বুদ্ধিবৃত্তিক ঐতিহ্যের সঙ্গে আধুনিক জ্ঞানের সেতুবন্ধন গড়ে তোলা। এ বছর ২৫০টির বেশি আবেদন থেকে বাছাই করা ৭০ জন স্নাতকোত্তর শিক্ষার্থী, তরুণ গবেষক ও পেশাজীবী এতে অংশ নিচ্ছেন।
আরও পড়ুন: ডাকসুর আয়োজনে ‘যুদ্ধ দিনের গল্প শুনি’: মুক্তিযোদ্ধার স্মৃতিচারণ
উইন্টার স্কুল ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে। এর মধ্যে ডিকলোনাইজেশন, রিসার্চ মেথড, ওয়ার্ল্ডভিউ, সমস্যা সমাধান, এআই ও প্রযুক্তি, ইসলামী জুরিসপ্রুডেন্স, অর্থনৈতিক চিন্তা এবং গবেষণার অগ্রাধিকারসহ বিভিন্ন সমসাময়িক বিষয়ে বক্তৃতা ও কর্মশালা অনুষ্ঠিত হবে। শেষ দিনে রিভার ক্রুজ ও সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে প্রোগ্রাম শেষ হবে।





