চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করল ঢাবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের চারুকলা ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ ৯ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক ওয়েবসাইট ও মোবাইল সার্ভিসের মাধ্যমে পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারছেন।
ফলাফল বিশ্ববিদ্যালয়ের admission.eis.du.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। এছাড়া টেলিটক, রবি, এয়ারটেল ও বাংলালিংক ব্যবহারকারীরা মোবাইল থেকে DU FRT
আরও পড়ুন: ঢাবির তিন ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, আসন প্রতি লড়ছেন ৩৯ জন
ফল প্রকাশের আগে চারুকলা অনুষদের ডিনসহ সংশ্লিষ্টরা ফলাফলের নথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের কাছে হস্তান্তর করেন।
এ বছর চারুকলা ইউনিটের ১৩০টি আসনের জন্য মোট ৬,৫২১ জন আবেদন করেন। এর মধ্যে ৫,৩২৮ জন পরীক্ষায় অংশ নেন। পরীক্ষায় উত্তীর্ণ হন ৬০২ জন, যা পাশের হার ১১.২৫ শতাংশ। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ১৪৫ জন এবং ছাত্রী ৪৫৭ জন।
আরও পড়ুন: গুলিবিদ্ধ ওসমান হাদীকে দেখতে হাসপাতালে ঢাবি ভিসি
পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ২৯ নভেম্বর ২০২৫, শনিবার।





