জকসু নির্বাচন: শেষ মুহূর্তে বাড়ছে ভোটার উপস্থিতি, ভোটকেন্দ্রে উপচে পড়া ভিড়

Sanchoy Biswas
আরাফাত চৌধুরী, জবি প্রতিনিধি
প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ন, ০৬ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৪:৫৫ অপরাহ্ন, ০৬ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দীর্ঘ ২১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আজ অনুষ্ঠিত হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন। সকাল ৯টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণে শুরুর দিকে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে শিক্ষার্থীদের দীর্ঘ সারি দেখা গেছে। বিশেষ করে শেষ মুহূর্তে ভোট দিতে ভোটারদের উপস্থিতি এখন চোখে পড়ার মতো।

বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট এলাকা থেকে শুরু করে শান্ত চত্বর—সর্বত্রই এখন শিক্ষার্থীদের আনাগোনা। ভোটাররা বলছেন, প্রথমবার জকসু নির্বাচনে ভোট দিতে পেরে তারা অত্যন্ত আনন্দিত।

আরও পড়ুন: শিক্ষকদের ভাতা নিয়ে জরুরি নির্দেশনা মাউশির

হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম রিফাত বলেন, “আমাদের ক্যাম্পাসের প্রথম নির্বাচন উপলক্ষে কালকে রাত থেকে আমরা পরিকল্পনা করে রেখেছি কাকে কাকে ভোট দেবো। আমাদের বাসার সবাই একসাথে এসেছি ভোট দিতে। জীবনের প্রথম ভোট দিতে পারবো—এটাই আমাদের বড় প্রাপ্তি।”

ভোট দিতে আসা ইসলামি স্টাডিজ বিভাগের তাওফিকুর রহমান বলেন, “আমরা আমাদের প্রতিনিধি বেছে নেওয়ার সুযোগ পেয়েছি, এটাই সবচেয়ে বড় পাওয়া। আশা করছি একটি যোগ্য নেতৃত্ব পাব।”

আরও পড়ুন: সর্বমিত্র চাকমার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি

মার্কেটিং বিভাগের নারী শিক্ষার্থী রাইসা ইসলাম বলেন, “ভোট দিতে একটু লেট করে এসেছি যাতে লাইন কম হয়, কিন্তু এখানে এসে দেখি দীর্ঘ লাইন। তারপরও আমার অনেক ভালো লাগছে যে ভোট দিতে পারবো। আগের দিন ভোট দিতে এসেও ভোট দিতে পারিনি, তাই একটু হতাশ হয়ে ছিলাম।”

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, জকসু নির্বাচনে মোট ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে ভোটগ্রহণ চলছে। ওএমআর (OMR) শিটের মাধ্যমে ভোট প্রদান ও গণনার ব্যবস্থা করা হয়েছে, যা স্বচ্ছতা নিশ্চিত করবে বলে মনে করছে নির্বাচন কমিশন।