কিশোরী নুসরাতের স্বপ্ন এখন সত্যি

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ন, ২৭ মে ২০২৩ | আপডেট: ৯:৪৬ পূর্বাহ্ন, ২৭ মে ২০২৩
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

উপস্থাপক, মডেল এবং জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া অভিনীত ‘আবার বিবাহ অভিযান’ ছবিটি মুক্তি পেয়েছে ভারতের পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহগুলোতে। জামাইষষ্ঠী উপলক্ষে ছবিটি গত বৃহস্পতিবার মুক্তি পায়।

বাণিজ্যিক সিনেমার সঙ্গে শৈল্পিক ঘরানার সিনেমার পাশাপাশি নিজের গাওয়া গানের ভিডিওতে নুসরাত ফারিয়ার রয়েছে চমৎকার উপস্থিতি। ফারিয়া মনে করেন, এ বিষয়টি দর্শকেরাও সুন্দরভাবে গ্রহণ করেছেন। ঢাকা এবং কলকাতায় স্টেজ শো মাতিয়ে রাখেন নুসরাত ফারিয়া।

আরও পড়ুন: বহু বছরের গোপন প্রেমিকের কথা স্বীকার করলেন জয়া

‘ভয়’ ছবিতে  স্কুলশিক্ষিকার চরিত্রে অভিনয় করেছেন তিনি। এ ছাড়া বাংলাদেশি চলচ্চিত্র ‘পারাপার’ ও ‘ফুটবল ৭১’-এ ফারিয়াকে দেখা যাবে ভিন্নরূপে।

নুসরাত জানান, কোনো শিল্পীরই উচিত না নিজেকে এক জায়গায় আটকে রাখা। চরিত্রের বৈচিত্র্য তাকে আরও আত্মবিশ্বাসী করে তোলে। 

আরও পড়ুন: ফেসবুকে তিশার উদ্দেশে শাওন বললেন, ‘নাটক কম করো পিও’

অভিনয়, উপস্থাপনা ও গান সব কিছুতেই ফারিয়া প্রায়ই আলোচনায় থাকেন। প্রতিটি কাজে নিজস্ব ছাপ রাখতে তিনি তার গানের ভিডিও ধারণ করেন দেশের বাইরে।

বিনোদন দুনিয়ায় নুসরাত ফারিয়া শুরুতে গানের ভিডিওতে মডেল হয়েছিলেন। করতেন অনুষ্ঠান সঞ্চালনাও।

বিনোদন দুনিয়ায় কাজ করতে করতে তিনি পার করলেন এক দশক। নিজের কাজ বিষয়ে সন্তুষ্টি নিয়ে ফারিয়া জানান যে স্বপ্নের সময়টা তার পার হয়েছে। ১৪/১৫ বছরের কিশোরীর স্বপ্ন সত্যি হয়েছে।