বড়দিনেই আসছে শাহরুখ খানের ‘‌ডাঙ্কি’

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১:৪৩ অপরাহ্ন, ১৭ সেপ্টেম্বর ২০২৩ | আপডেট: ৭:৪৩ পূর্বাহ্ন, ১৭ সেপ্টেম্বর ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পাঠান চলচ্চিত্রের পর বলিউড বাদশা শাহরুখ খান ‘জওয়ান’ সিনেমা দিয়ে বিশ্বব্যাপী রীতিমতো ঝড় তুলেছেন। মুক্তির দিন থেকে নতুন নতুন রেকর্ড গড়ছে। পুরোবিশ্ব নতুন এক উন্মাদনার জোয়ারে ভাসছে। বলিউডের পরিস্থিতিই বদলে দিয়েছেন শাহরুখ।

জানুয়ারি মাসে পাঠান আর সেপ্টেম্বরে জওয়ান বক্স অফিসে সুপার ডুপার হিটের পর এবার আসছে রাজকুমার হিরানী পরিচালিত কিং খানের ‘‌ডাঙ্কি’। কথা উঠেছিল এ বছর আর মুক্তি পাচ্ছে না শাহরুখ-হিরানীর ‌ডাঙ্কি। কিন্তু শুক্রবার জওয়ানের সাকসেস পার্টিতে শাহরুখ নিজেই জানালেন, বড়দিনে মুক্তি পাবে ডাঙ্কি। তিনি বলেন, ‘‌বড়দিন আর নতুন বছর চলেই এল প্রায়। ওই সময়ই আমরা মুক্তি দেব ডাঙ্কি।’

আরও পড়ুন: বহু বছরের গোপন প্রেমিকের কথা স্বীকার করলেন জয়া