প্রভাসের কাছে হেরে গেল শাহরুখ খান!

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ২:১৯ অপরাহ্ন, ২৬ ডিসেম্বর ২০২৩ | আপডেট: ৮:২২ পূর্বাহ্ন, ২৬ ডিসেম্বর ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বলিউড বাদশা শাহরুখ খান ও রাজকুমার হিরানির সিনেমা বলে ট্রেলার মুক্তির পর থেকেই ‘ডানকি’ নিয়ে হইচই। তবে একদিনের মধ্যেই গণেশ উল্টে গেল! ‘বাহুবলী টু’র পর টানা ফ্লপে জর্জরিত প্রভাস বছর শেষে ফিরলেন স্বরূপে। অগ্রিম টিকিট বুকিংয়ে আগেই শাহরুখের ‘ডানকি’কে পিছনে ফেলেছে এই দক্ষিণী তারকার ‘সালার: পার্ট ওয়ান সিজফায়ার’। এবার প্রথম দিনের কালেকশনেও শাহরুখের ছবিকে যেন ফুৎকারে উড়িয়ে দিলেন প্রভাস।বাহুবলী প্রভাসের কাছে হেরে গেল জওয়ান শাহরুখ খান!

প্রথম দিনের আয়ে চলতি বছরের সবচেয়ে বড় ওপেনার ‘সালার’। ইতোমধ্যে ‘জওয়ান’ শাহরুখের থেকে মুকুট ছিনিয়ে নিয়েছেন ‘বাহুবলী’ প্রভাস। এতদিন পর্যন্ত প্রথম দিন দেশের বক্স অফিসে ৬৫ কোটির ব্যবসা হাঁকিয়ে শীর্ষে ছিলেন ‘জওয়ান’। এই তালিকায় শীর্ষ পাঁচটি সিনেমা হলো—সালার-পার্ট ওয়ান (৯৫ কোটি), জওয়ান (৬৫ কোটি), অ্যানিম্যাল (৬০ কোটি), পাঠান (৫৭ কোটি) ও ডানকি (৩০ কোটি)।

আরও পড়ুন: বহু বছরের গোপন প্রেমিকের কথা স্বীকার করলেন জয়া

দক্ষিণী সুপারস্টার প্রভাসের নতুন সিনেমা 'সালার' ২২ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই বক্স অফিস বাজিমাত করেছে। মুক্তির দ্বিতীয় দিনে সিনেমাটি বিশ্বব্যাপী ২৯৫ কোটি ৭ লাখ রুপি আয় করেছে। 

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। অন্যদিকে, বলিউড বাদশাহ শাহরুখ খানের 'ডানকি' মুক্তির ৩ দিনে আয় করেছে ১০৩ কোটি রুপি।

আরও পড়ুন: ফেসবুকে তিশার উদ্দেশে শাওন বললেন, ‘নাটক কম করো পিও’

প্রশান্ত নীল পরিচালিত ‘সালার’ প্রভাস ছাড়াও আরো রয়েছেন পৃথ্বিরাজ সুকুমারন, শ্রুতি হাসান, জগপতি বাবুসহ অনেকে। অপরদিকে রাজকুমার হিরানির পরিচালনায় ‘ডানকি’তে শাহরুখ খানের সঙ্গে আরও রয়েছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানি, সতীশ শাহ ও ধর্মেন্দ্র। প্রথম দিনের আয়ে চলতি বছর মুক্তি পাওয়া 'অ্যানিমাল', 'পাঠান', 'জওয়ান', 'লিও'সহ অন্যান্য সিনেমাকে ছাড়িয়ে গেছে সালার।