শোতে শারীরিক হেনস্তার কবলে মৌনী রায়, সোচ্চার প্রতিবাদ শুভশ্রীর
ওপর বাংলার জনপ্রিয় অভিনেত্রী মৌনী রায় সম্প্রতি হরিয়ানার কর্নলে এক স্টেজ শোতে শারীরিক হেনস্তার শিকার হয়েছেন। অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন মৌনী। মঞ্চে ওঠার সময়, একদল ব্যক্তি ছবি তোলার কথা বলে অভিনেত্রীকে ঘিরে ধরেন।
মৌনীর অভিযোগ, ভিড়ের মধ্যে দাদুর বয়সী দুই ব্যক্তি এবং তাদের পরিবারের পুরুষ সদস্যরা তার কোমরে হাত দিয়ে অশালীনভাবে স্পর্শ করেন। বাধ্য হয়ে হাত সরানোর অনুরোধ করলে তারা বিষয়টি সহজভাবে নেননি। ঘটনার পর মৌনী সামাজিক মাধ্যমে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন, যেখানে তিনি লিখেছিলেন, আমি অত্যন্ত হতাশ। মঞ্চের দিকে যাওয়ার সময় কয়েকজন কাকু এবং তাদের পরিবারের পুরুষরা আমার কোমরে হাত রেখে ছবি তুলছিলেন। বাধ্য হয়ে তাদের হাত সরাতে বললে তারা বিষয়টি সহজভাবে নেননি।
আরও পড়ুন: গোলাপি গাউনে ভক্তদের মুগ্ধ করলেন জয়া আহসান
এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে টলিউড সুপারস্টার শুভশ্রী গঙ্গোপাধ্যায় সোচ্চার হয়েছেন। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, কিছুই পাল্টায়নি। এখনও মহিলাদের হেনস্তা করা হচ্ছে। তাদের ভোগপণ্য হিসাবে দেখা হয়। মৌনীকে যে অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে, সেটা একেবারেই কাম্য নয়। মৌনী, তুমি অত্যন্ত শক্তিশালী। তুমি সকল মহিলার প্রতিনিধি হয়ে তোমার সঙ্গে ঘটানো অন্যায়ের প্রতিবাদ করেছো। তোমাকে অনেক ধন্যবাদ, ভালোবাসা।
এই ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা ও সমর্থনের ঝড় ওঠেছে। নেটিজেনরা মৌনীকে সাহসী হিসেবে অভিহিত করছেন এবং হেনস্তার বিরুদ্ধে সচেতনতার প্রয়োজনীয়তার উপর জোর দিচ্ছেন।
আরও পড়ুন: সিনেমার গান থেকে বিদায়ের ঘোষণা অরিজিৎ সিংয়ের, কারণ জানালেন নিজেই





