ভক্তের মাথায় মাইক দিয়ে আঘাত,সমালোচনার মুখে আদিত্য নারায়ন

Abid Rayhan Jaki
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:১০ অপরাহ্ন, ১২ ফেব্রুয়ারী ২০২৪ | আপডেট: ১১:১০ পূর্বাহ্ন, ১২ ফেব্রুয়ারী ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কনসার্টে গান গাচ্ছিলেন উদিত নারায়নের ছেলে আদিত্য নারায়ন, হঠাৎ  ভক্তের মাথায় মাইক দিয়ে আঘাত করে এবং তাঁর ফোন ছুঁড়ে ফেলে দেন তিনি। ছত্তিশগড়ে কনসার্ট করতে গিয়ে এই কাণ্ড ঘটান আদিত্য যা হতবাক করেছে ভক্তদেরও। যা নিয়ে তুমুল সমালোচনা হচ্ছে।

ছত্তিশগড়ের ভিলাইয়ের রুংটা আর-টু কলেজে ওপেন এয়ার কনসার্ট করতে গিয়ে মেজাজ হারিয়ে এমন কাণ্ড ঘটান গায়ক। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, মঞ্চে নেচে গেয়ে দর্শকদের আনন্দিত রাখছেন আদিত্য। এমন সময় এক শ্রোতা হাতে ফোন নিয়ে তাকে ভিডিও করছিলেন। হঠাৎ মেজাজ হারিয়ে সেই শ্রোতার মাথায় নিজের মাইক দিয়ে আঘাত করে বসেন আদিত্য। এরপর তাঁর ফোন কেড়ে নিয়ে ভীড়ের মধ্যে ছুড়ে মারেন। এরপর মাইক হাতে ফের গাইতে শুরু করেন। আদিত্যের এমন আচরণে স্তম্ভিত অনুরাগীরা।

আরও পড়ুন: বহু বছরের গোপন প্রেমিকের কথা স্বীকার করলেন জয়া

সেই ভিডিও এখন ভাইরাল। সামাজিক মাধ্যমে চলছে নিন্দার ঝড়। দোষীয় কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন গায়ককে। কারো কারো মতে, এই ধরণের আচরণ তাঁর জনপ্রিয়তায় ভাঁটা ফেলবে। কেউ বা মনে করেন, বাবার মতো উদার মানসিকতার হতে পারেননি আদিত্য।


আরও পড়ুন: ফেসবুকে তিশার উদ্দেশে শাওন বললেন, ‘নাটক কম করো পিও’