মৌসুমী-বাপ্পারাজ ও সাবিলা নূরসহ ২৫ জনের ব্যাংক হিসাব জব্দ

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৪৩ অপরাহ্ন, ২২ জুন ২০২৫ | আপডেট: ২:২৩ অপরাহ্ন, ১৫ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকাই সিনেমার নায়িকা মৌসুমী, নায়ক বাপ্পারাজ, খলনায়ক আহমেদ শরীফ, চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, অভিনেত্রী সাবিলা নূরসহ ২৫ জনের ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। কর ফাঁকি দেওয়ার কারণে তাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করতে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বিষয়টি নিশ্চিত করে কর অঞ্চল-১২ এর অতিরিক্ত কর কমিশনার মো. মাহমুদুল হাছান ভূইয়া বলেন, ‘সময়মতো কর পরিশোধ না করায় বেশকিছু তারকার ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এরই মধ্যে কয়েকজন তাদের কর পরিশোধ করেছেন। কয়েকজন সময় চেয়েছেন। কর পরিশোধ হলেই ব্যাংক হিসাব জব্দের নির্দেশ তুলে নেওয়া হবে।’

আরও পড়ুন: বহু বছরের গোপন প্রেমিকের কথা স্বীকার করলেন জয়া

এর আগে, গত ১৫ জুন এক প্রজ্ঞাপনে শোবিজের ২৫ জনের ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা দেয় কর অঞ্চল-১২। এ তালিকায় ২৫ জনের নাম রয়েছে।

শোবিজের ওই ২৫ জনের ব্যাংক হিসাব জব্দ করে এই মর্মে নোটিশ প্রকাশ করেছে এনবিআর। একইসঙ্গে তারকাদের ঠিকানায় এ বিষয়ে চিঠিও পাঠানো হয়েছে।

আরও পড়ুন: ফেসবুকে তিশার উদ্দেশে শাওন বললেন, ‘নাটক কম করো পিও’