ধানমন্ডি ৩২-এ আবারও বুলডোজার: তরুণদের সমালোচনায় অভিনেত্রী শাওন
জুলাইয়ের অভ্যুত্থান চলাকালীন সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আরও দুই আসামির বিরুদ্ধে রায় ঘোষণার দিনে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় আবারও দুটি বুলডোজার দেখা গেছে। সোমবার (১৭ নভেম্বর) দুপুরে বুলডোজারসহ একটি ট্রাক ধানমন্ডি ৩২ এলাকায় প্রবেশ করলে ট্রাকের ওপর থাকা কয়েকজন তরুণ হাতে মাইক ধরে স্লোগান দিতে থাকেন। তারা দাবি করেন, ‘রেড জুলাই’ নামের একটি সংগঠনের পক্ষ থেকে বুলডোজার আনা হয়েছে।
ঘটনার পর অভিনেত্রী মেহের আফরোজ শাওন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে বুলডোজার নিয়ে আসা ব্যক্তিদের ‘রাজাকার বাহিনী’ বলে আখ্যা দেন। একটি অনলাইন সংবাদ শেয়ার করে তিনি লিখেন, “মনের ভয়ই আসল ভয়। বারবার ভাঙা, আগুন দেওয়ার পরও তোদের ভয় যায়নি। ধানমন্ডি ৩২-এর এই ভাঙা বাড়ির প্রতিটি ধূলিকণা বাংলাদেশের আকাশে মিশে আছে। একে কীভাবে অস্বীকার করবে, রাজাকার বাহিনী!”
আরও পড়ুন: ঢাকায় আজ দুই মঞ্চে চার ব্যান্ডের সঙ্গীত উৎসব
এর আগে গত বছরের ৫ আগস্ট, শেখ হাসিনা দেশের বাইরে অবস্থানকালে ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।





