কাকে উদ্দেশ্য করে ‘সবচেয়ে কমফোর্ট জোন’ বললেন জয়া আহসান
দেশের সীমানা পেরিয়ে ওপার বাংলাতেও সমানভাবে জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। দীর্ঘদিনের কর্মজীবনে বহু শিল্পীর সঙ্গে কাজ করলেও আবীর চট্টোপাধ্যায়ের সঙ্গে তার রসায়ন সবসময়ই আলাদা জায়গা দখল করে আছে দর্শকের মনে। সম্প্রতি আবীরকে নিয়ে এক সাক্ষাৎকারে জয়ার কথায় তার প্রতি মুগ্ধতা যেন নতুন মাত্রা পেল।
জয়া জানান, ইন্ডাস্ট্রিতে তিনি অনেকের সঙ্গে কাজ করলেও আবীর তাদের মধ্যে সবচেয়ে ব্যতিক্রমী এবং নির্ঝঞ্ঝাট স্বভাবের মানুষ। জয়ার ভাষায়, “ওর সঙ্গে আমার সবচেয়ে বেশি কাজ। আর সবচেয়ে বড় কথা হলো, ইন্ডাস্ট্রিতে আমার সবচেয়ে কমফোর্ট জোন আবীর।
আরও পড়ুন: ফের থানায় অভিযোগ শাহরুখপুত্র আরিয়ান খানের বিরুদ্ধে
তিনি আরও বলেন, আমি কখনও দেখিনি ও কাউকে নিয়ে আড্ডায় বা অন্য কোথাও সমালোচনা করছে। কেউ কষ্ট পেতে পারে এমন কথা আবীর কখনও বলে না। তাই ওর জায়গা আমার জীবনে অনেকটাই উপরে।”
‘পুতুল নাচের ইতিকথা’ চলচ্চিত্রের প্রচারে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন তারা। সেই অভিজ্ঞতার কথা বলতে গিয়ে জয়া জানান, আবীরের প্রবেশমাত্রই দর্শকদের উচ্ছ্বাস দেখে তাকেও বিস্মিত হতে হয়েছে। চারপাশের সকলের দৃষ্টি তখন শুধু আবীরের দিকেই। জয়া বলেন, আমি দেখছিলাম কী অপূর্ব দৃশ্য! ওর জন্য অনুরাগীরা কতটা পাগল। এই ভক্তদের সামলানো এবং যত্নে রাখা খুবই কঠিন কাজ—যা আবীর খুব সুন্দরভাবে করে।”
আরও পড়ুন: ঢাকায় আজ দুই মঞ্চে চার ব্যান্ডের সঙ্গীত উৎসব
জয়ার মতে, সংসার ও কর্মজীবনকে সমানভাবে ব্যালান্স করার ক্ষমতাই আবীরকে আরও অনন্য করে তোলে। তিনি বলেন, “আবীর পরিবারকে প্রাধান্য দিয়ে খুব সুন্দরভাবে সংসার চালায়, আবার কাজের জায়গাটাও দারুণভাবে ম্যানেজ করে। তার মতো একজন মানুষকে বন্ধু হিসেবে পাওয়া সত্যিই ভাগ্যের।
অভিনেত্রী আরও যোগ করেন, ওর অনুভূতি খুব মন থেকে আসে, এবং সেটা কখনওই ফেক নয়। আমরা যা করতে পারিনি, ও সেটা যত্নে করে দেখায়। কর্মজীবন ও পরিবার একসঙ্গে সামলানো কঠিন—এই কথাকে ও বারবার ভুল প্রমাণ করেছে।





